Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মন্ত্রী-নেতাদের মুখে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ৪২
যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মন্ত্রী-নেতাদের মুখে

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বেশ সরব হয়ে উঠেছেন সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘন করে। বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের এমন নিষেধাজ্ঞার যথার্থতা নেই।

তবে সমালোচনা করলেও মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পাল্টা অ্যাকশন (ব্যবস্থা) নেওয়ার কোনো চিন্তাভাবনা আমরা করছি না। আমরা বরং বলতে চাচ্ছি যে আমরা ভালো কাজ করছি, তোমরাও (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করো। আমরা একত্রে কাজ করতে চাই। দোষারোপের মানসিকতা আমাদের নাই। কারও বিরুদ্ধে কোনো ধরনের আক্রোশ নেই।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে তিন মন্ত্রীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন করলে এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা নিজেরা বিষয়টি নিয়ে আলাপ করছি। এর মধ্যে আবার বসব। বসে ঠিক করব কীভাবে কী করা যায়।’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দেওয়া বিষয়ে এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রাশেদ চৌধুরীকে আটকে রেখেছে, দেয় না। একটা খুনিকে রেখেছে। তারা আবার আইনের কথা বলে, মানবতার কথা বলে। যে মানবতা লঙ্ঘন করল, মানুষ মেরে ফেলল, তাঁকে (রাশেদ চৌধুরী) তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে থাকে। এটা তো ঠিক না।’

এ দিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘একটা দেশ (বাংলাদেশ) এগিয়ে যাচ্ছে, আপনারা তাদের পা টেনে ধরছেন। আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তাতে হয়তো বাংলাদেশের ক্ষতি হতে পারে। তাই পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। বিনীতভাবে বলছি, আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই।’

র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও। গতকাল সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে হানিফ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছি না, মানবাধিকার নিয়ে কথা বলছি। যারা মানবাধিকারের সবক দিচ্ছে, সেসব দেশ নিয়ে বিশ্বে প্রচুর লেখালেখি আছে। আলোচিত ব্ল্যাক লাইভস মেটার থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্রে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা সিরিয়া, ইরান, ইরাকেও গণহত্যা করেছে।’

যে দেশ মানবাধিকারের উপদেশ দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, তারাই আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

এই সাত কর্মকর্তা হলেন র‍্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ আনোয়ার লতিফ খান এবং র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদ।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজীর আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত