মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিনে জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন মাত্র ৩৯ জন। করোনা শনাক্ত হয়েছেন ১৭ জনের। অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ রোগীই নমুনা দেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ২১২ জনের বেশি। ওই ২ হাজার ১২০ জনের মধ্যে নমুনা দেন ৩৯ জন। বাকি ২ হাজার ৮১ জনই নমুনা দেননি। নমুনা দেওয়া ৩৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে ভিড় বেড়েছে রোগীর। চিকিৎসকদের দেখাতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। কিন্তু অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না কেউ।
উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মতলব দক্ষিণে কয়েক দিন ধরে লক্ষ করছি জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআরবি ও মতলব সরকারি হাসপাতালেও এ চিত্র দেখা গেছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬৫ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিনে জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন মাত্র ৩৯ জন। করোনা শনাক্ত হয়েছেন ১৭ জনের। অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ রোগীই নমুনা দেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ২১২ জনের বেশি। ওই ২ হাজার ১২০ জনের মধ্যে নমুনা দেন ৩৯ জন। বাকি ২ হাজার ৮১ জনই নমুনা দেননি। নমুনা দেওয়া ৩৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে ভিড় বেড়েছে রোগীর। চিকিৎসকদের দেখাতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। কিন্তু অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না কেউ।
উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মতলব দক্ষিণে কয়েক দিন ধরে লক্ষ করছি জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআরবি ও মতলব সরকারি হাসপাতালেও এ চিত্র দেখা গেছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬৫ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫