Ajker Patrika

চার আসামির সাজা কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
চার আসামির সাজা কমে যাবজ্জীবন

সিরাজগঞ্জের শিশু আশিকুর রহমান নিলয় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগ এই রায় দেন।

আসামিরা হলেন এরশাদ আলী, আবুল কালাম, আশরাফুল ইসলাম ওরফে কানা রিন্টু ও নুর মোহাম্মদ ওরফে কালা চোর ওরফে কালা ডাকাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ ও খবির উদ্দিন ভূঁইয়া। তাঁদের সহযোগিতা করেন মো. আসাদ উদ্দিন। তিনি জানান, ২০০৬ সালের ১২ জানুয়ারি সলংগা থানার ভরমোহনী গ্রামের আব্দুল হালিমের ছেলে আশিকুর রহমান নিলয়কে (৯) অপহরণ করা হয়। অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে ফেরত দেওয়ার কথা ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরত না পেয়ে পরদিন আব্দুল হালিম থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১৪ জানুয়ারি সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিলয়ের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বিচার শেষে ২০০৭ সালের ১৫ নভেম্বর আদালত চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। চার আসামির একজন নিয়মিত আপিল এবং বাকি তিনজন জেল আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একজন নিয়মিত আপিল এবং তিনজন জেল আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ গতকাল এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত