Ajker Patrika

ত্যাগীদের মূল্যায়নে জোর

যশোর প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৪
Thumbnail image

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যশোরের ৮ উপজেলা ও সব পৌর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩১ মার্চের মধ্যে জেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নসহ অভ্যন্তরীণ বিভেদ, কোন্দল দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জেলার শীর্ষ নেতারা জানিয়েছেন।

যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার বিকেলে শুরু হওয়া এ বর্ধিত সভা শেষে রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, যশোর জেলার ৮ উপজেলার বেশির ভাগ উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। কেন্দ্রীয় নেতা–কর্মীদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা হলেও বেশির ভাগ কমিটি এখনো অসম্পূর্ণ রয়েছে। বছরের পর বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ করা হয়নি সে সব কমিটির পদ। যে কারণে দলীয় কার্যক্রমে অনেকটাই ভাটা পড়েছে। এসব পদকে কেন্দ্র করে আবার তৈরি হয়েছে অভ্যন্তরীণ মতবিভেদ, হয়েছে কোন্দলও।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল হক জানান, বর্ধিত সভায় মেয়াদোত্তীর্ণ সব কমিটিকে তৃণমূলের নেতা–কর্মীদের মতের ভিত্তিতে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলাগুলোর মেয়াদোত্তীর্ণ পৌর কমিটি সম্মেলন করে নতুন কমিটি ঘোষণারও নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যে পৌর কমিটিগুলো এখনো অসম্পূর্ণ, সেগুলোকে একই সময়ের মধ্যে কমিটি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে।

মীর জহুরুল হক আরও জানান, সভায় উন্মুক্ত আলোচনায় জেলা কমিটির নেতা–কর্মীরা ছাড়াও উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদক তাঁদের নিজ নিজ শাখার সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ এস এম হুমায়ূন কবির কবু বলেন, ‘সভায় সংগঠনকে গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ত্যাগী নেতা–কর্মীদেরও মূল্যায়ন করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত