রিমন রহমান, রাজশাহী
বছরখানেক আগে মারা গেছেন নজরুল ইসলাম। কিন্তু তাঁর পরিবার তাঁর নামে বয়স্ক ভাতার বই জমা দেননি। স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। ফলে মৃত্যুর পরও একাধিকবার নজরুলের মোবাইলে গেছে সেই টাকা।
নজরুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর ভাটাপাড়া মহল্লার বাসিন্দা। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ‘নজরুলের ছেলে রতনকে অনেক বলেছি, যেন তার বাবার বইটা জমা দেয়। তাহলে বইয়ের তথ্যগুলো সমাজসেবা অফিসে দিয়ে নজরুলের মৃত্যুর খবরটা জানিয়ে দেব। কিন্তু রতন বই জমা না দেওয়ায় ভাতা বন্ধ হয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী শহরে বয়স্ক ভাতার উপকারভোগী ১৩ হাজার ২৩ জন। উপকারভোগী মারা যাওয়ার পরও তাঁর স্বজনেরা বিষয়টি চেপে যান। আবার কখনো কখনো এলাকার কাউন্সিলররাও ভাতা বন্ধের উদ্যোগ নেন না। তাই সমাজসেবা কার্যালয় এবার উপকারভোগীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা বন্ধ করে দিয়েছে। রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে ‘লাইফ ভেরিফিকেশন’ করার পরই দেওয়া হচ্ছে টাকা। এতে গত দুই মাসে প্রায় ২০০ মৃত উপকারভোগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘উপকারভোগী মারা যান, কিন্তু কেউ কেউ জানান না। তবে আমার ওয়ার্ডে এ রকম হয় না। মৃত্যুর বিষয়টি জানতে পারলেই ভাতা বন্ধের উদ্যোগ নিই।’
গত সোমবার সকালে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভাতার টাকা না পেয়ে অনেকে বই হাতে অফিসে ছুটে আসছেন। কর্মকর্তারা বইয়ের ছবির সঙ্গে
ব্যক্তির চেহারা এবং মোবাইল নম্বর মিলিয়ে দেখছেন।
শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন বলেন, ‘আমরা তালিকা খতিয়ে দেখছি। এতে মৃত উপকারভোগী শনাক্ত হচ্ছে, ভাতা বন্ধ হচ্ছে। সেই জায়গায় আমরা অন্য প্রবীণকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’
বছরখানেক আগে মারা গেছেন নজরুল ইসলাম। কিন্তু তাঁর পরিবার তাঁর নামে বয়স্ক ভাতার বই জমা দেননি। স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি। ফলে মৃত্যুর পরও একাধিকবার নজরুলের মোবাইলে গেছে সেই টাকা।
নজরুল ইসলাম ছিলেন রাজশাহী মহানগরীর ভাটাপাড়া মহল্লার বাসিন্দা। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ‘নজরুলের ছেলে রতনকে অনেক বলেছি, যেন তার বাবার বইটা জমা দেয়। তাহলে বইয়ের তথ্যগুলো সমাজসেবা অফিসে দিয়ে নজরুলের মৃত্যুর খবরটা জানিয়ে দেব। কিন্তু রতন বই জমা না দেওয়ায় ভাতা বন্ধ হয়নি।’
সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী শহরে বয়স্ক ভাতার উপকারভোগী ১৩ হাজার ২৩ জন। উপকারভোগী মারা যাওয়ার পরও তাঁর স্বজনেরা বিষয়টি চেপে যান। আবার কখনো কখনো এলাকার কাউন্সিলররাও ভাতা বন্ধের উদ্যোগ নেন না। তাই সমাজসেবা কার্যালয় এবার উপকারভোগীদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা বন্ধ করে দিয়েছে। রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে ‘লাইফ ভেরিফিকেশন’ করার পরই দেওয়া হচ্ছে টাকা। এতে গত দুই মাসে প্রায় ২০০ মৃত উপকারভোগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘উপকারভোগী মারা যান, কিন্তু কেউ কেউ জানান না। তবে আমার ওয়ার্ডে এ রকম হয় না। মৃত্যুর বিষয়টি জানতে পারলেই ভাতা বন্ধের উদ্যোগ নিই।’
গত সোমবার সকালে রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভাতার টাকা না পেয়ে অনেকে বই হাতে অফিসে ছুটে আসছেন। কর্মকর্তারা বইয়ের ছবির সঙ্গে
ব্যক্তির চেহারা এবং মোবাইল নম্বর মিলিয়ে দেখছেন।
শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল মমিন বলেন, ‘আমরা তালিকা খতিয়ে দেখছি। এতে মৃত উপকারভোগী শনাক্ত হচ্ছে, ভাতা বন্ধ হচ্ছে। সেই জায়গায় আমরা অন্য প্রবীণকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫