Ajker Patrika

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন তাঁরা

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৩
উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন তাঁরা

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পাড়ি দিয়েছেন উচ্চমাধ্যমিকের গণ্ডি। এখানেই পড়াশোনার ইতি ঘটে যাওয়ার কথা ছিল। তবে তাঁরা দমে না গিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন। বদরগঞ্জে এমনই ১১৪ মেধাবী শিক্ষার্থীকে এই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করছে ‘আগামীর বাংলাদেশ’।

স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব ঘরের এই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে পৌর শহরের একটি মাদ্রাসায় বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি ক্লাস নেওয়া শুরু করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই শিক্ষার্থীদের মধ্যে ১৪ জনের ভর্তির প্রস্তুতিমূলক বই কেনারও অর্থ ছিল না। এবার তাঁদের বই কিনে দিয়েছে সংগঠনটি।
গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংবাদিক আলতাফ হোসেন দুলাল।

বই পেয়ে আনন্দিত এক শিক্ষার্থী বলেন, ‘নুন আনতে পান্তা ফুরায়-এমন ঘরে জন্ম আমার। অনেক কষ্টে লেখাপড়া করছি, কিন্তু কখনো ভাবিনি ভার্সিটির ক্লাস করতে পারব। আজ বড়ভাইরা আলোর পথ দেখাচ্ছেন। তাঁদের কারণে ভার্সিটি ভর্তির জন্য বিনা পয়সায় ক্লাস করতে পারছি। অর্থাভাবে বই কিনতে পারিনি। তাঁরা ভর্তির প্রস্তুতি নিতে বইও দিলেন বিনা পয়সায়। লেখাপড়া শেষ করে যদি সুযোগ পাই, বড়ভাইদের মতো গরিব শিক্ষার্থী এবং সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করব।’

সংগঠনের সভাপতি সেলিম সরকার জানান, বদরগঞ্জের অনেক গরিব ঘরের সন্তান অত্যন্ত মেধাবী। তাঁরা শুধু অর্থ এবং দিকনির্দেশনার অভাবে উচ্চশিক্ষার শিখরে পৌঁছতে পারেন না। তাঁদের কথা চিন্তা করে পাঁচ বছর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৮৭ শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয় আগামীর বাংলাদেশ। ফ্রি ক্লাসে এই সংগঠনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য দিকনির্দেশনা দেন। গত পাঁচ বছরে ৫১ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে অনেককেই ভর্তির সময় অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...