Ajker Patrika

বরখাস্ত হয়ে বিদ্যালয়ে ভাঙচুর, শিক্ষক শ্রীঘরে

সিরাজগঞ্জ প্রতিনিধি
বরখাস্ত হয়ে বিদ্যালয়ে ভাঙচুর, শিক্ষক শ্রীঘরে

সিরাজগঞ্জ শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ৮ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। এতে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাঁর কাছে প্রাইভেট পড়া কিছু ছাত্রছাত্রী ও বহিরাগতকে নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, ফ্যান ভাঙচুরসহ লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করেন। ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটে।

মামলার বিবরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক একরাম হোসেনের সঙ্গে মারমুখী আচরণ ও পেশাগত অসদাচরণের অভিযোগে ৮ সেপ্টেম্বর সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। বরখাস্তের চিঠি পাওয়ার পরই তিনি বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শনসহ নানা রকম ষড়যন্ত্র শুরু করেন।

এর পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর সকালে শিক্ষক আরিফুলের নির্দেশে বহিরাগত কিছু যুবক ও তাঁর কাছে প্রাইভেটপড়ুয়া কিছু ছাত্রছাত্রী লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল, বিদ্যালয়ের ফটকসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় ৬ হাজার টাকার দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ২০১৬ সালেও অনিয়মের অভিযোগ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ফারুক আহম্মাদের পরামর্শে তিনি বাদী হয়ে আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও ফ্যান চুরির অভিযোগে মামলা করা হয়েছে। এই মামলায় পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত