সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ৮ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। এতে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাঁর কাছে প্রাইভেট পড়া কিছু ছাত্রছাত্রী ও বহিরাগতকে নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, ফ্যান ভাঙচুরসহ লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করেন। ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক একরাম হোসেনের সঙ্গে মারমুখী আচরণ ও পেশাগত অসদাচরণের অভিযোগে ৮ সেপ্টেম্বর সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। বরখাস্তের চিঠি পাওয়ার পরই তিনি বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শনসহ নানা রকম ষড়যন্ত্র শুরু করেন।
এর পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর সকালে শিক্ষক আরিফুলের নির্দেশে বহিরাগত কিছু যুবক ও তাঁর কাছে প্রাইভেটপড়ুয়া কিছু ছাত্রছাত্রী লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল, বিদ্যালয়ের ফটকসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় ৬ হাজার টাকার দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ২০১৬ সালেও অনিয়মের অভিযোগ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ফারুক আহম্মাদের পরামর্শে তিনি বাদী হয়ে আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও ফ্যান চুরির অভিযোগে মামলা করা হয়েছে। এই মামলায় পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ৮ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। এতে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাঁর কাছে প্রাইভেট পড়া কিছু ছাত্রছাত্রী ও বহিরাগতকে নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, ফ্যান ভাঙচুরসহ লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় মামলা করেন। ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটে।
মামলার বিবরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক একরাম হোসেনের সঙ্গে মারমুখী আচরণ ও পেশাগত অসদাচরণের অভিযোগে ৮ সেপ্টেম্বর সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। বরখাস্তের চিঠি পাওয়ার পরই তিনি বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শনসহ নানা রকম ষড়যন্ত্র শুরু করেন।
এর পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর সকালে শিক্ষক আরিফুলের নির্দেশে বহিরাগত কিছু যুবক ও তাঁর কাছে প্রাইভেটপড়ুয়া কিছু ছাত্রছাত্রী লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল, বিদ্যালয়ের ফটকসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় ৬ হাজার টাকার দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ২০১৬ সালেও অনিয়মের অভিযোগ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ফারুক আহম্মাদের পরামর্শে তিনি বাদী হয়ে আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও ফ্যান চুরির অভিযোগে মামলা করা হয়েছে। এই মামলায় পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫