Ajker Patrika

ভিসিহীন রুয়েটে ‘সব আটকা’

রাবি প্রতিনিধি
ভিসিহীন রুয়েটে ‘সব আটকা’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৯ মাস ধরে নেই নিয়মিত উপাচার্য। এতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের নানা ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষকেরা বলছেন, তাঁদের পদোন্নতি আটকে আছে। নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন বিভাগে দেখা দিয়েছে শিক্ষক-সংকট। কার্যক্রমে গতি আনতে নিয়মিত উপাচার্য নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

গত বছরের ৩০ জুলাই উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। এর এক দিন পর শিক্ষা মন্ত্রণালয় রুয়েটে ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেনকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। ওই বছরের ৩ আগস্ট যোগ দেন সাজ্জাদ হোসেন। শিক্ষক সমিতির নেতারা বলছেন, ভারপ্রাপ্ত ভিসির ক্ষমতা সীমিত। একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারেন না। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের নথিও আটকে আছে দীর্ঘদিন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় একাডেমিক ও সিন্ডিকেট সভায়। অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন মাস পর সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে।আর প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে একবার করে একাডেমিক সভা হওয়ার কথা।

রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল আওয়াল বলেন, ভারপ্রাপ্ত উপাচার্যের মেয়াদে এখনো কোনো সভা হয়নি। এ ছাড়া বিভিন্ন বিভাগে কম্পিউটার ল্যাবের যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় সামগ্রী কেনাও বন্ধ আছে।

রবিউল আওয়াল বলেন, ভারপ্রাপ্ত উপাচার্য প্রতিদিনের কাজের বাইরে আর কিছুই করতে পারেন না। শিক্ষকদের পদোন্নতি আটকে আছে। পিএইচডির ইনক্রিমেন্টসহ অন্য ইনক্রিমেন্টও বন্ধ। শিক্ষাবৃত্তি পেয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পরেও কয়েকজন শিক্ষক বিদেশে যেতে পারছেন না।

চাকরি নিয়ে শঙ্কা
অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সাবেক উপাচার্য রফিকুল ইসলাম সেখের সময় ১৩৭ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ বাতিল করতে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু নিয়মিত উপাচার্য না থাকায় গুরুত্বপূর্ণ এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এই অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় আছেন নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মকর্তারা।

১৩৭ জনের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সেকশন অফিসার পদে নিয়োগ পান সুব্রত কুমার ঘোষ। তিনি বলেন, এক মাস ধরে চরম উৎকণ্ঠায় আছেন।দাপ্তরিক কাজেও মনোনিবেশ করতে পারছেন না। ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে গেলে তিনি বলছেন, নিয়মিত ভিসি বিষয়টি দেখবেন। দ্রুত ভিসি নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হোক।

নিয়মিত উপাচার্য নিয়োগের অগ্রগতি জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসি নিয়োগ দেয় না। এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। তারা ভালো বলতে পারবে।

এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসচিব সোলেমান খানকে ফোন ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত