গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর আমনুরায় স্থানান্তরের গুঞ্জনে এলাকায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ এলাকায় চলছে সমালোচনা।
সাম্প্রতিক সময়ে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের ঘন ঘন এ রেলবন্দর পরিদর্শন গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ সম্প্রতি সংসদে আমনুরায় তা স্থানান্তরের দাবি জানানোয় এ বিষয়ে সমীক্ষা চলছে। এদিকে গুঞ্জন সামনে রেখে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণ নানা কর্মসূচি পালন করছে। এ ছাড়া আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে রহনপুর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, ‘এ রেলবন্দর চালু হওয়ার প্রায় ৩০ বছর হলেও তা আজও পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে একটি মহল। অথচ এখানে একটি পূর্ণাঙ্গ রেলবন্দর করার যথেষ্ট জায়গা রয়েছে। এটি রহনপুর থেকে আমনুরায় স্থানান্তরের অপচেষ্টা অব্যাহত থাকলে এলাকার জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
নাজমুল হুদা খান রুবেল আরও বলেন, ‘এ রেলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে পণ্যসামগ্রী আমদানি ও নেপালে রপ্তানি করা হয়ে থাকে। সীমান্তবর্তী রেলস্টেশনেই সাধারণত কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা হয়ে থাকে।’ প্রায় ৩০ কিলোমিটার দূরে এ সুবিধা পাওয়া কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রাজস্ব আয় আরও বৃদ্ধির লক্ষ্যে এ বন্দরের অবকাঠামো উন্নয়নসহ আমদানিকারকদের ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া প্রয়োজন বলে তিনি জানান। এদিকে গত সোমবার পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সঙ্গে রেলবন্দর ও অন্য বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পূর্ণ রেলবন্দর করার দাবিতে এলাকায় মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে।’
এদিকে রহনপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এ বন্দর থেকে পণ্যসামগ্রী পরিবহন করে রেলওয়ে প্রায় ২২ কোটি টাকা আয় করেছে।
রেলবন্দর প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান বলেন, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে একটি পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন যোগদান করা পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে গত সোমবার রাজশাহী রেলভবন মিলনায়তনে মতবিনিময় করেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ আমিনুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, দাবির বিষয়ে তিনি আন্তরিক। রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর আমনুরায় স্থানান্তরের গুঞ্জনে এলাকায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ এলাকায় চলছে সমালোচনা।
সাম্প্রতিক সময়ে রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের ঘন ঘন এ রেলবন্দর পরিদর্শন গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ সম্প্রতি সংসদে আমনুরায় তা স্থানান্তরের দাবি জানানোয় এ বিষয়ে সমীক্ষা চলছে। এদিকে গুঞ্জন সামনে রেখে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণ নানা কর্মসূচি পালন করছে। এ ছাড়া আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে রহনপুর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, ‘এ রেলবন্দর চালু হওয়ার প্রায় ৩০ বছর হলেও তা আজও পূর্ণাঙ্গ বন্দরে পরিণত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে একটি মহল। অথচ এখানে একটি পূর্ণাঙ্গ রেলবন্দর করার যথেষ্ট জায়গা রয়েছে। এটি রহনপুর থেকে আমনুরায় স্থানান্তরের অপচেষ্টা অব্যাহত থাকলে এলাকার জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
নাজমুল হুদা খান রুবেল আরও বলেন, ‘এ রেলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে পণ্যসামগ্রী আমদানি ও নেপালে রপ্তানি করা হয়ে থাকে। সীমান্তবর্তী রেলস্টেশনেই সাধারণত কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা হয়ে থাকে।’ প্রায় ৩০ কিলোমিটার দূরে এ সুবিধা পাওয়া কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রাজস্ব আয় আরও বৃদ্ধির লক্ষ্যে এ বন্দরের অবকাঠামো উন্নয়নসহ আমদানিকারকদের ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া প্রয়োজন বলে তিনি জানান। এদিকে গত সোমবার পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সঙ্গে রেলবন্দর ও অন্য বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পূর্ণ রেলবন্দর করার দাবিতে এলাকায় মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পর্যায়ক্রমে পালন করা হবে।’
এদিকে রহনপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এ বন্দর থেকে পণ্যসামগ্রী পরিবহন করে রেলওয়ে প্রায় ২২ কোটি টাকা আয় করেছে।
রেলবন্দর প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান বলেন, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে একটি পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন যোগদান করা পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে গত সোমবার রাজশাহী রেলভবন মিলনায়তনে মতবিনিময় করেছেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ আমিনুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, দাবির বিষয়ে তিনি আন্তরিক। রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪