Ajker Patrika

সকালে কমিটি দিয়ে বিকেলে স্থগিত করল ছাত্রদল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১৩
সকালে কমিটি দিয়ে বিকেলে স্থগিত করল ছাত্রদল

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রদলের ৬টি ওয়ার্ডের কমিটি গত শুক্রবার সকালে ঘোষণা করে বিকেলেই আবার স্থগিত করা হয়েছে। রাজনীতিতে সক্রিয় নয় এবং অছাত্র দিয়ে কমিটি করার অভিযোগ ওঠায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলামের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ওই ছয়টি কমিটি বাতিল করা হয় বলে জানা যায়।

জেলা ও পৌর ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, কালিয়াকৈর পৌরসভার ১, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার ও সদস্যসচিব শামীম হোসেন। অভিযোগ পাওয়া যায়, ওই কমিটিতে বেশির ভাগই বিবাহিত ও অছাত্র। বেশির ভাগ নেতাই রাজনৈতিকভাবে সক্রিয় নন। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের না জানিয়ে গোপনে পৌরসভার ওয়ার্ড কমিটি তৈরি করেন দুই নেতা বলেও অভিযোগ উঠেছে। কমিটি প্রকাশিত হলে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ত্যাগী নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানান। পরে অধিকাংশ নেতা–কর্মী জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন। তাঁরা অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই শুরু করেন। পরে সকালে করা কমিটি বিকেলেই জেলা ছাত্রদলের প্যাডে চিঠির মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে অনেকের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জানান, ছাত্রদলের সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজয় কুমার পাল বলেন, ‘আমাদের সঙ্গে সমন্বয় না করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ভেঙে দেওয়াতে ত্যাগী নেতারা খুবই আনন্দিত। সবার প্রত্যাশা একটাই, ত্যাগীদের মূল্যায়ন করা হোক।’

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন বলেন, ‘আহ্বায়ক এবং সদস্যসচিব নিজেদের ইচ্ছেমতো পকেট কমিটি তৈরি করেছেন। যেখানে অধিকাংশ অছাত্র ও বিবাহিতরা স্থান পেয়েছেন। রাজপথে যারা রয়েছেন তাঁদের দিয়ে যেন কমিটি করা হয়। যার কারণে আমরা জেলা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করি। জেলা কমিটি সকল বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।’

পৌর ছাত্রদলের সদস্যসচিব শামীম হোসেন বলেন, ‘জেলার কমিটির নেতাদের নির্দেশনা অনুযায়ী গত মাসের ২৮ তারিখে পৌর ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপর পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা এই কমিটি গঠন করেছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার জানান, টাকা-পয়সা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা। সবার সঙ্গে সমন্বয় করেই কমিটি করা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম জানান, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তে এ কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত