Ajker Patrika

বিশেষ প্রণোদনা ঋণের মেয়াদ বাড়ানোর দাবি

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২: ৪৬
বিশেষ প্রণোদনা ঋণের মেয়াদ বাড়ানোর দাবি

ফেনীতে কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে অর্থায়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত সিএমএসএমই খাতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঋণের শতভাগ বিতরণ বাস্তবায়ন এবং মেয়াদ বাড়ানোর দাবি জানান উদ্যোক্তারা।

গতকাল শুক্রবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি রেস্তোরাঁর মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ও স্থানীয় জনতা ব্যাংক লিমিটেডের আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।

জনতা ব্যাংক নোয়াখালী অঞ্চলের মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক ঢাকার প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. শামীম আলম কোরেশী। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংক ফেনীর এজিএম-ইনচার্জ মো. এমরান হোসেন মজুমদার।

জনতা ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. আশরাফ-উদ-দৌলার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা অঞ্চল প্রধান ও ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি শামছুল করিম মজুমদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী বিসিকের এজিএম অরবিন্দ দাস, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন কাজী জামাল উদ্দিন, কামরুন নেসা, আবদুল মোতালেব, জামাল উদ্দিন, বেলাল উদ্দিন আহমদ, নাজরানা হাফিজ অমলান, শাহাদাৎ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে গতিশীল করার লক্ষ্যে এসএমই খাতের ঋণ বিতরণে সমন্বিত ও সুচারুরূপে বাস্তবায়নে কাজ করছে ব্যাংকিং খাত। এ ক্ষেত্রে কিছু সমস্যা ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়। উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর প্রণোদনার মেয়াদকাল বাড়ানোর দাবি জানান। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের ঋণ প্রদানে আরও সহনীয় ও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক উদ্যোক্তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার এবং পরবর্তী সময়ে বিবেচনার আশ্বাস দেন।

সভায় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাণিজ্যিক সংগঠন, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিল্প প্রতিষ্ঠান প্রধান এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত