Ajker Patrika

কাচ রক্ষায় টিনের বেড়া

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৫৬
কাচ রক্ষায় টিনের বেড়া

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এখনো পুরোপুরি চালু হয়নি। কিন্তু এরই মধ্যেই ভেঙে পড়েছে রেলস্টেশন ভবনের কক্ষের কাচ। এ কাচ রক্ষায় বিভিন্ন জায়গায় টিনের বেড়া দিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও কর্তৃপক্ষের উদাসীনতাকেই এর জন্য দায়ী করছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, নিম্নমানের কাচ নয়, বহিরাগতরা এসে এ কাচ ভেঙেছেন।

উপজেলার মাকিশবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশেই হাইটেক সিটি রেলস্টেশন। রেলস্টেশনটি চালুর মাধ্যমে এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন শিল্পেরও বিকাশ হচ্ছে। চাকরির জন্য রাজধানী ঢাকা থেকে চাকরি শেষে দ্রুত যাতায়াতে এ স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাইটেক পার্কের সামনে এ স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ কোটি ৫৯ লাখ টাকা। হাইটেক পার্ক রেলস্টেশনটিতে আধুনিক রেললাইন, স্টেশন বিল্ডিং, আধুনিক সিগন্যাল সিস্টেম নির্মাণ করা হয়েছে। এ রেলস্টেশনটির মূল ডিজাইন করা হয়েছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আদলে। স্টেশনের সৌন্দর্য বৃদ্ধিতে করা হয়েছে কাচের ব্যবহার।

সরেজমিনে দেখা যায়, ব্যবহৃত কাচ নিম্নমানের হওয়ায় মাঝে মধ্যে ভেঙে পড়ছে। কাচ ভাঙা স্থান দিয়ে সহজেই যে কেউ ঢুকে যেতে পারবে ভেতরে। তবে কাচ ভাঙা অনেক জায়গায় টিনের বেড়া দিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, নান্দনিক রেলস্টেশনে প্রতিদিন সহস্রাধিক দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে। তবে প্রায়ই এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রতিষ্ঠান রক্ষা করা ও যাত্রীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা খুবই জরুরি।

ঢাকাগামী ট্রেন যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘এত চমৎকার একটি রেলস্টেশনে কাচের ঘরকে টিনের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে, যার ফলে স্টেশনের মূল সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে নেই কোনো নিরাপত্তাকর্মী ও সীমানাপ্রাচীর। এ ব্যাপারে পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাওলাদ হোসেন বলেন, ‘আমাদের ধারণা রাতের অন্ধকারে বহিরাগত লোকজন এসব কাচ ভেঙে ফেলেছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সাময়িকভাবে নিরাপত্তার স্বার্থে ভাঙা গ্লাসের ওপর দিয়ে টিনের বেড়া দেওয়া আছে।’

নিম্নমানের কাচের ব্যবহারের বিষয়টি অস্বীকার করে তাওলাদ হোসেন বলেন ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত