হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ যানবাহনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। সাম্প্রতিক সময়ে উপজেলায় পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, হরিরামপুরের বিভিন্ন স্থানে ট্রলি, নছিমন, করিমন, ভটভটি, ট্যাফে ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) দিয়ে বালু, ইট, মাটিসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হয়।
এসব যানের অধিকাংশ স্থানীয়ভাবে তৈরি। এর শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানের নিয়ন্ত্রণব্যবস্থাও ঠিক নেই। তা ছাড়া অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকেরা এসব পরিবহন চালায়।
বেশির ভাগ চালকের বয়স ১৫ থেকে ১৭ বছর।
সম্প্রতি উপজেলায় দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সর্বশেষ ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ সায়েম লিপু।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপজেলার ঝিটকা-মাচাইন আঞ্চলিক সড়কের বাল্লা ইউনিয়নের ঝিটকা দফাদারপাড়া গ্রামে ট্রলিচাপায় (ট্রাক্টর দিয়ে তৈরি) এক বৃদ্ধা মারা যান।
এ ঘটনার আগে ট্রলিচাপায় এক কিশোর ও এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
উপজেলার গালা ইউনিয়নের আলমদী এলাকায় মুদিদোকানদার শারীরিক প্রতিবন্ধী মো. মোখলেসকে (৪০) নছিমন ধাক্কা দিলে গত ১৭ জুলাই মারা যান।
গত ১০ মে নছিমন ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে নছিমনচালক এরশাদ মোল্লা (৩০) নিহত হন। এ বছরের ৪ এপ্রিল ট্রলিচাপায় হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম আনান রোমান (২২) নিহত হন।
এদিকে বালুভর্তি ট্রাক, ট্রলি ও কাঁকড়া গাড়িতে পর্দা না থাকায় ধুলাবালুতে পথচারীদের ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, ‘অবৈধ বালু ব্যবসায়ীরা ট্রাক্টর, কাঁকড়া গাড়ি, ট্রলিসহ অবৈধ যানবাহনে বালু পরিবহন করে থাকে।
অবৈধ বালু ব্যবসা মানে অবৈধ এ গাড়ি চলবেই।’
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অনেক সময় অপ্রাপ্তবয়স্করা এসব যানবাহনের চালক হয়ে থাকে। দ্রুতগতিতে তারা এসব গাড়ি চালায়।
তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ যানবাহনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। সাম্প্রতিক সময়ে উপজেলায় পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, হরিরামপুরের বিভিন্ন স্থানে ট্রলি, নছিমন, করিমন, ভটভটি, ট্যাফে ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) দিয়ে বালু, ইট, মাটিসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হয়।
এসব যানের অধিকাংশ স্থানীয়ভাবে তৈরি। এর শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি যানের নিয়ন্ত্রণব্যবস্থাও ঠিক নেই। তা ছাড়া অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকেরা এসব পরিবহন চালায়।
বেশির ভাগ চালকের বয়স ১৫ থেকে ১৭ বছর।
সম্প্রতি উপজেলায় দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সর্বশেষ ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ সায়েম লিপু।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর উপজেলার ঝিটকা-মাচাইন আঞ্চলিক সড়কের বাল্লা ইউনিয়নের ঝিটকা দফাদারপাড়া গ্রামে ট্রলিচাপায় (ট্রাক্টর দিয়ে তৈরি) এক বৃদ্ধা মারা যান।
এ ঘটনার আগে ট্রলিচাপায় এক কিশোর ও এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
উপজেলার গালা ইউনিয়নের আলমদী এলাকায় মুদিদোকানদার শারীরিক প্রতিবন্ধী মো. মোখলেসকে (৪০) নছিমন ধাক্কা দিলে গত ১৭ জুলাই মারা যান।
গত ১০ মে নছিমন ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের লালচান মোল্লার ছেলে নছিমনচালক এরশাদ মোল্লা (৩০) নিহত হন। এ বছরের ৪ এপ্রিল ট্রলিচাপায় হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম আনান রোমান (২২) নিহত হন।
এদিকে বালুভর্তি ট্রাক, ট্রলি ও কাঁকড়া গাড়িতে পর্দা না থাকায় ধুলাবালুতে পথচারীদের ভোগান্তি পোহাতে হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ বলেন, ‘অবৈধ বালু ব্যবসায়ীরা ট্রাক্টর, কাঁকড়া গাড়ি, ট্রলিসহ অবৈধ যানবাহনে বালু পরিবহন করে থাকে।
অবৈধ বালু ব্যবসা মানে অবৈধ এ গাড়ি চলবেই।’
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অনেক সময় অপ্রাপ্তবয়স্করা এসব যানবাহনের চালক হয়ে থাকে। দ্রুতগতিতে তারা এসব গাড়ি চালায়।
তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪