Ajker Patrika

শুটিংয়ে দুর্ব্যবহার করে সেট ছাড়লেন নায়িকা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০: ১৪
Thumbnail image

‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং চলছিল রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে। শুক্রবার ছিল শুটিংয়ের দ্বিতীয় দিন। নাটকের নায়িকা রুকাইয়া জাহান চমকের কলটাইম ছিল সকাল ১০টায়। তাঁর আসতে দেরি হওয়ায় চমককে কয়েকবার ফোন করেন সহকারী পরিচালক ও অভিনেতা আরশ খান। বেলা সাড়ে ১১টার দিকে শুটিং সেটে এসেই এ নিয়ে চিৎকার শুরু করেন চমক। মেকআপ রুমেও মেজাজ দেখান তিনি। এরপর শুটিং শুরু হয়। প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার তাঁকে বলেন, ‘আপা, শটটা খুব সুন্দর হয়েছে’। আর তাতেই আবার তেলে-বেগুনে জ্বলে ওঠেন চমক।

নাটকের পরিচালক আদিব হাসান চমককে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এ রকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এতে চমক আরও রেগে গিয়ে শুটিং করবেন না বলে জানিয়ে দেন। নির্মাতা তাঁকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশার। তিনিও চমককে বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে নির্মাতা বলেন, শুটিং না করে চলে গেলে ক্ষতিপূরণ দিতে হবে।  জানা গেছে, তর্ক-বিতর্কের একপর্যায়ে নির্মাতা আদিব অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

একপর্যায়ে পুলিশে খবর দেন অভিনেত্রী চমক। অভিনেতা মাসুম বাশারের সঙ্গে কথা বলে চলে যায় পুলিশ। এরপর পুলিশ ডাকা নিয়ে মাসুম বাশারের সঙ্গে কথা-কাটাকাটি হয় চমকের। দ্বিতীয় দফায় পুলিশ এলে চমক কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।

ঘটনার বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হয়েছিল নির্মাতা আদিব হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘কাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টর গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আজ এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।’ ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘শুক্রবারের ঘটনা নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ মিলে আলোচনা করে বিষয়টি সমাধান করব।’ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে ঘটনাস্থলের কয়েকটি ভিডিও এসেছে আজকের পত্রিকার কাছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে চমককে নিয়ে যাচ্ছেন নাজনীন চুমকি। আরেকটি ভিডিওতে মাসুম বাশারকে বলতে শোনা যায়, ‘আমার তো মনে হয় সে (চমক) নরমাল না। পুলিশ আসার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে সে আমাকে দেখিয়ে বলে, এই লোকটা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। যতবার পুলিশকে ঘটনার বর্ণনা দিতে গিয়েছি, ততবারই সে বাধা দিয়েছে। আমাকে কোনো কথাই বলতে দিচ্ছিল না। আসলে শুটিং সেটে শৃঙ্খলা ফিরে আসা খুব জরুরি। এখন যারা নতুন এসেছে, তাদের বেশির ভাগ সিনিয়র-জুনিয়র কাউকে মানে না। সালাম তো দূরের কথা, মেকআপ রুমে বসে সিগারেট খায়। এমন কিছু করতে হবে, যাতে ভবিষ্যতে শুটিং সেটে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’ আরেক ভিডিওতে আরশ খানকে বলতে শোনা যায়, ‘এমন ব্যবস্থা নিতে হবে, যাতে এই অভিনয়শিল্পী অন্য কারও সঙ্গে এমন ব্যবহার আর না করে। তাহলে বাকি সবাই ঠিক হয়ে যাবে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে একই জিনিস বারবার ঘটছে। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সেটে আর কোনো দিন এ ধরনের পরিবেশ সৃষ্টি না হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত