Ajker Patrika

শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৪৩
শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে

হাফ পাসের দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আগের দিনের মতো গতকালও বিক্ষোভে পুলিশ কোনো বাধা দেয়নি। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

গণপরিবহনে অর্ধেক ভাড়া, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং বর্ধিত লঞ্চ ও বাসভাড়া প্রত্যাহারের দাবিতে বামপন্থী আট ছাত্র সংগঠন এদিন শাহবাগ অবরোধ করে। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার সময় জাতীয় গণগ্রন্থাগারের সামনে তারা পুলিশি বাধার মুখে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

শাহবাগে যখন পুলিশ আর ছাত্রসংগঠনগুলো মুখোমুখি অবস্থানে, ঠিক তখন নীলক্ষেতে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। পুলিশের কোনো বাধা ছাড়াই সেই কর্মসূচি শেষ হয়।

আন্দোলন করা শিক্ষার্থী শাহাদত আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১২টার দিকে আমরা নীলক্ষেতে এসে অবস্থান নিই। ঘণ্টাখানেক আমরা ওখানে ছিলাম। পুলিশ দাবিগুলো শুনে একাত্মতা প্রকাশ করে।’

সোমবার শান্তিনগরেও চলে ছাত্র-বিক্ষোভ। শতাধিক শিক্ষার্থী প্রথমে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন। বেলা পৌনে ২টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান। সেখানেও পুলিশি বাধা ছাড়া কর্মসূচি শেষ হয়। তবে টুকরো টুকরো এই চিত্রগুলো শুধু মুদ্রার এক পিঠ বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী। নটর ডেম কলেজের ওই শিক্ষার্থী বলেন, ‘রাস্তায় নামলে আমরা সরাসরি কোনো বাধা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু যাঁরাই বিক্ষোভে সামনের দিকে অবস্থান করছেন বা একটু সোচ্চার হচ্ছেন; তাঁদের নাম, আইডি নম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নেওয়া হচ্ছে। পরোক্ষভাবে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।’

সিদ্ধেশ্বরী কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলিক্রসের এক ছাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুনেছি, স্কুল থেকে তাকে বলা হয়েছে, পুলিশি ঝামেলা না মেটালে তাকে টিসি দেওয়া হবে। বাধ্য হয়ে ওই ছাত্রী জানিয়েছে, বিক্ষোভে সে আর আসবে না।’

শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি

নীলক্ষেতে আধা ঘণ্টার মতো অবস্থান করে নয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁদের নয় দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সড়কে সব হত্যার বিচার করা; সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি; গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

সোমবার বিকেলে শিক্ষার্থীদের একটি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এই নয় দফা আদায়ে স্মারকলিপি দেয়। আর আজ এই দাবিগুলো আদায়ে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভবন ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক। লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় রাস্তায় কর্মসূচি করার কোনো দরকার নেই।’

বাস আটকে প্রতিবাদ

যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করায় সোমবার বেশ কয়েকটি বাস আটকে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এদিন দুপুর ১২টায় নীলক্ষেতে ঢাকা কলেজের বিপরীতে বিকাশ পরিবহনের একটি বাস ঘণ্টাখানেক আটকে রাখা হয়। ঢাকা কলেজের ছাত্র সজীব আহমেদ জয় জানান, বিকাশ পরিবহনের বাসগুলোর চালক এবং সহকারীরা প্রায়ই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় ইমপেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগে রাইদা পরিবহনের পঞ্চাশটি বাস আটকে দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে রাইদা বাসের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য পুলিশ শিক্ষার্থীদের রামপুরা থানায় নিয়ে যায়। আলোচনায় শিক্ষার্থীরা জানান, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধে কিছু নিয়মাবলি প্রতিটি বাসে লিফলেট আকারে লাগিয়ে দিতে হবে। রাইদার মালিকপক্ষ এ দাবি দুদিনের মধ্যে পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত