Ajker Patrika

শীতকালীন সবজির আগাম চাষ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ২৮
শীতকালীন সবজির আগাম চাষ

বেশি লাভের আশায় চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করছেন কৃষকেরা। চরফ্যাশন উপজেলার উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির বীজ ও চারা রোপণ প্রায় শেষের দিকে। শুধু নিজেদের চাহিদা পূরণে নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও বেশ ভালো পাবেন বলে আশা কৃষকদের।

উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কেউ বীজ বপন, কেউবা চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। বিস্তীর্ণ এলাকাজুড়ে পালংশাক, মুলা, বেগুন, টমেটো, শিম, লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, বরবটি, করলা, শসা, লাউ, চিচিঙ্গা চাষ করছেন কৃষকেরা।

আসলামপুর এলাকার সবজি চাষি ইব্রাহিম বলেন, ‘অন্যের জমি বর্গা নিয়ে তিন একর জমিতে শসা, বেগুন, টমেটো, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছি। এ বছর শসার চাষ করে লোকসান গুনতে হয়েছে। তবে আগাম সবজি চাষে যদি লাভ হয় তাহলে কিছুটা লোকসান পুষিয়ে উঠতে পারব।’

চর মাদ্রাজ এলাকার চাষি জহির উদ্দিন বলেন, ‘আড়ত থেকে ৫০ হাজার টাকা দাদন নিয়ে চার একর জমিতে বেগুন ও টমেটো চারা রোপণ করছি। আবহাওয়া অনুকূলে ও বাজার ভালো থাকলে লাভবান হতে পারব।’

উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন, ‘এ উপজেলায় সর্জন পদ্ধতিতে ৭ হাজার ৫২৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এখানকার কৃষকেরা মৌসুমভেদে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেন। উপজেলার জিন্নাগড়ে তিন বছর আগে থেকে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। গত দুই বছর ধরে সেখানকার সবজি বিদেশে পাঠানো হয়। বর্তমানে আসলামপুর এলাকায় ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। তা বিষমুক্তির আওতায় আনতে আমরা উদ্যোগ নিয়েছি।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত