Ajker Patrika

পিচ তুলে কাজ ফেলে রেখেছেন ঠিকাদার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২০
Thumbnail image

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গুরুত্বপূর্ণ টঙ্গিবাড়ী-দিঘিরপাড় সড়ক সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উপজেলার অর্ধলক্ষ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সড়কের এই দুরবস্থার কারণে ওই এলাকার ব্যবসায়ীরাও পণ্য আনা-নেওয়া করতে পারছেন না। তা ছাড়া অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েরা বেহাল সড়কের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যেতে পারছেন না।

ধীপুরের স্থানীয় বাসিন্দা জহির হোসেন জানান, দীর্ঘদিন সংস্কারের নামে সড়কটিকে মরণফাঁদে পরিণত করে রেখেছেন ঠিকাদার। তাঁরা সড়কটির পিচ উঠিয়ে কাজ ফেলে রেখেছেন। কোনো যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।

কালিবাড়ির বাসিন্দা জামান মিয়া বলেন, ‘আমার স্ত্রী গর্ভবতী। গতকাল রাতে প্রসব বেদনা ওঠে। কিন্তু সড়কটি বেহাল হওয়ার ফলে বেসামাল হয়ে মুন্সিগঞ্জ সদর হয়ে টঙ্গিবাড়ী ইউনাইটেড ক্লিনিকে নিয়ে গেছি। মাত্র ২০ মিনিটের পথ হওয়ার পরও, সড়কের বাজে দশার কারণে অন্য সড়ক দিয়ে যেতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। আমার মতো প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।’

কামারখাড়া এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ঠিকাদার সড়কটির বিভিন্ন স্থান খুঁড়ে রেখেছেন। সড়কে খোঁড়াখুঁড়ির ফলে কোনো গাড়িচালক গাড়ি নিয়ে এ সড়কে আসতে চান না। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টঙ্গিবাড়ী থেকে মুন্সিগঞ্জ সদর হয়ে কামারখাড়া বাজারে মালামাল নিয়ে আসতে হয় ব্যবসায়ীদের। এভাবে ঘুরপথে মালামাল আনা-নেওয়া করায় প্রচুর অতিরিক্ত খরচ হচ্ছে ব্যবসায়ীদের।

টঙ্গিবাড়ী বাজারের একটি ব্যাংক থেকে ভাতার টাকা তুলতে আসা স্থানীয় বাসিন্দা রফিকুল জানান, রাস্তা খোঁড়াখুঁড়ি করে রাখায় অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সময় স্থানীয় একজন বৃদ্ধ বলে ওঠেন, ‘এভাবে জনগণকে ভোগান্তি দিয়ে উন্নয়ন না করাই ভালো।’

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায় ১০ কিলোমিটারের ওই সড়ক গত বছরের ৭ নভেম্বর সংস্কারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমীন এমিলি। সড়কটিতে সংস্কারের কাজ করছেন মুন্সিগঞ্জ সদরের ঠিকাদার শাহাদাৎ হোসেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে জানান, সড়কের বিষয়টি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত