চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করাসহ তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৯ ঘণ্টার মাথায় স্থগিত করেছে ক্ষুব্ধ ছয়টি উপ–দল।
গত সোমবার রাত ১২টার দিকে তাঁরা অবরোধ স্থগিত করেন। ফলে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়।
গতকাল দুপুরে অবরোধ স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলার মুখ গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু বকর তোহা।
আবু বকর তোহা বলেন, ‘আমাদের নেতা আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে কথা হয়েছে। তিনি সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে শিগগিরই বসবেন। তখন আমাদের দাবি–দাওয়া শুনবেন বলে জানিয়েছেন। তাই নেতার নির্দেশনা মেনে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা অবরোধ সাময়িক স্থগিত করেছি।’
এর আগে পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করা, কমিটি থেকে বিতর্কিত, বিবাহিত, নিষ্ক্রিয় ও অছাত্রদের বাদ দেওয়া এবং কমিটিতে সিনিয়র-জুনিয়র ক্রম ঠিক করার দাবিতে সোমবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছয়টি উপ–দল। এগুলো হলো ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর ফটকে তালা ঝুলিয়ে দেন। আটকে দেন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষকদের বাস। এতে করে অচল হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়।
অবরোধ স্থগিত করার পর স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং শিক্ষক বাসও চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করাসহ তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৯ ঘণ্টার মাথায় স্থগিত করেছে ক্ষুব্ধ ছয়টি উপ–দল।
গত সোমবার রাত ১২টার দিকে তাঁরা অবরোধ স্থগিত করেন। ফলে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়।
গতকাল দুপুরে অবরোধ স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলার মুখ গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু বকর তোহা।
আবু বকর তোহা বলেন, ‘আমাদের নেতা আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে কথা হয়েছে। তিনি সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে শিগগিরই বসবেন। তখন আমাদের দাবি–দাওয়া শুনবেন বলে জানিয়েছেন। তাই নেতার নির্দেশনা মেনে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা অবরোধ সাময়িক স্থগিত করেছি।’
এর আগে পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের অন্তর্ভুক্ত করা, কমিটি থেকে বিতর্কিত, বিবাহিত, নিষ্ক্রিয় ও অছাত্রদের বাদ দেওয়া এবং কমিটিতে সিনিয়র-জুনিয়র ক্রম ঠিক করার দাবিতে সোমবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছয়টি উপ–দল। এগুলো হলো ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর ফটকে তালা ঝুলিয়ে দেন। আটকে দেন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষকদের বাস। এতে করে অচল হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়।
অবরোধ স্থগিত করার পর স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং শিক্ষক বাসও চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪