Ajker Patrika

বাসের ধাক্কায় ছিটকে পড়লেন চারজন

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৯
Thumbnail image

যাত্রার পথটা ছিল প্রায় ৭০ কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে নিয়েছিলেন মোটরসাইকেল। পরিবারের চার সদস্যের সবাইকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

পথিমধ্যে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ত্রিশালের রাগামারায় পৌঁছালে পেছন থেকে রিফাত পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন স্ত্রী ও দুই শিশুসহ চালক নিজেই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁদের পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে।

আহতরা হলেন গৌরীপুরের বিশ্বনাথপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৬), তাঁর স্ত্রী শারিমন আক্তার (২৮) এবং দুই ছেলে জিহাদ (৮) ও আরিয়ান (৩)। তাঁদের মধ্যে শারমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া বাকিরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

ত্রিশাল থানার এসআই আব্দুস ছাত্তার এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী রিফাত পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। বাস ও চালক থানা হেফাজতে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত