Ajker Patrika

আসছে চার ব্যান্ডের অ্যালবাম

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ১৭
আসছে চার ব্যান্ডের অ্যালবাম

এ বছরটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য হবে দারুণ একটি বছর—অর্থহীন ব্যান্ডের সুমনের এমনই প্রত্যাশা। কারণ এ বছর আর্টসেল, নেমেসিস, অর্থহীন, বে অব বেঙ্গলের মতো জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম প্রকাশ পাবে। এত দিন গুঞ্জন শোনা গেলেও এবার সুমন নিজেই নিশ্চিত করলেন। জানালেন, কয়েকটি ব্যান্ড মিলে তৈরি হবে মিক্সড অ্যালবাম। দ্রুতগতিতে চলছে অ্যালবামের কাজ। জনপ্রিয় এই চার ব্যান্ড ছাড়াও অ্যালবামে যুক্ত হতে পারে আরও কয়েকটি ব্যান্ড।

অর্থহীন ব্যান্ডের সুমন বলেন, ‘অনেকে অনেক কথা বলেছে, বিশ্বাস করেন নাই। তবে এবার আমি বলছি। আর্টসেলের অ্যালবাম আসছে, অর্থহীনের অ্যালবাম আসছে, নেমেসিসের অ্যালবাম আসছে, বে অব বেঙ্গলের অ্যালবাম আসছে। এ বছর অনেক কিছুই হতে চলেছে।’

অনেক দিন পর ব্যান্ডগুলোর নতুন গান আসবে—সুমন সেই তথ্য যেন একটা বড় দায়িত্ব নিয়েই দিলেন। কারণও ‘বে অব বেঙ্গল’ তাদের প্রথম ও সর্বশেষ অ্যালবাম ‘দুর্ভিক্ষ’ প্রকাশ করেছিল ছয় বছর আগে। শ্রোতারা বে অব বেঙ্গলের কাছ থেকে প্রথম শুনতে পান ‘জোছনা স্নান’ গানটি।

একে একে তারা তৈরি করে ‘বিদ্রোহ’ ও ‘মস্তিষ্কের অঙ্গার’-এর মতো শ্রোতাপ্রিয় গান। দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তারা বেছে নেয় গানের বিষয়বস্তু হিসেবে। কিন্তু এই ব্যান্ডের কাছ থেকে অনেক দিন নতুন কোনো গান পাওয়া যাচ্ছিল না।

দীর্ঘ পথচলার পর আর্টসেল ব্যান্ডেও গত কয়েক বছরে ভাঙাগড়া হয়েছে। সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, প্রায় সব বিষয়েই মতের অমিল, নিজেদের মধ্যে শ্রদ্ধার অভাব, একজনের প্রতি অন্যজনের অবিশ্বাস ও আস্থাহীনতার জন্য আলোচনায় আসে ব্যান্ডটি। তবে আর্টসেল নতুনরূপে ফিরেছে, নিয়মিত স্টেজ শো করছে। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা ব্যান্ডটির রয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০১৯ সালে দলটির সর্বশেষ গান প্রকাশ হয়।

১৯৯৯ সালে যাত্রা শুরু হয় নেমেসিস ব্যান্ডেরও। নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা এই ব্যান্ডের কাছ থেকে নতুন গানের প্রত্যাশা অনেক দিনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত