নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের পক্ষে প্রচারে অংশ নেওয়া কর্মী, রোহিঙ্গা পাচার, পাসপোর্ট জালিয়াতি ও মাদক মামলার আসামিরা। এ ছাড়া কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নিয়েও অনেকেই কমিটিতে পদ পেয়েছেন বলেও অভিযোগ। এমনকি ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কখনো বিএনপির কার্যক্রমে অংশ নেবেন না’ বলে ঘোষণা দেওয়া ব্যক্তিকেও দেওয়া হয়েছে পদ। প্রতিবাদে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন তৃণমূল বিএনপির কর্মীরা।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদ খান সাতকানিয়া উপজেলা ও পৌরসভার কমিটির অনুমোদন দেয় গত ২০ এপ্রিল। কমিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তৃণমূলের কর্মীরা।
জানা গেছে, ৩০ সদস্যের সাতকানিয়া উপজেলা যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে অনেকেই বিতর্কিত। আহ্বায়কের পদ পাওয়া জামাল হোসাইন একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচার মামলা রয়েছে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর পতেঙ্গা থানায় মামলাটি হয়।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, গত ১৫ বছর বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে নেই। বরং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সখ্যের প্রমাণ আছে। গাড়ি ভাঙচুর মামলায় তিনি নিজেই বাদী হয়ে বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এমনকি গত বছর বিএনপির ২৩ জনের বিরুদ্ধে থানায় নাম জমা দেন তিনি। এ রকম গুরুতর অভিযোগের পরও তাঁকে পদ দেওয়ায় হতাশ তৃণমূল কর্মীরা।
যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া লোকমান হাকিমের বিরুদ্ধেও আছে সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগ। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারে অংশ নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানেও যান তিনি।
এ ছাড়া যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া আহমেদুল হক সিকদার গাড়ির লাইনম্যানের কাজ করেন। কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে। একই পদ পাওয়া শাহবুদ্দিন রাশেদও বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে ছিলেন না। বরং তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, ততদিন বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে যাবেন না। এরপরও তাঁকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে।
কোনো দিন বিএনপির রাজনীতিতে অংশ না নিয়েও জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নূরুনবী, তারেকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ার অভিযোগ রয়েছে। এলডিপি করা হাজি ছামাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আরেক নেতা দিদার হোসেন ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
পৌরসভার কমিটিতেও একই অভিযোগ রয়েছে। আহ্বায়কের পদ পাওয়া শওকত আলী চৌধুরী গত ১৫ বছর বিএনপির কোনো কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ। যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন মো. জাহেদ মাদক মামলার আসামি। তিনি ২০০৫ সালে হেরোইন মামলা ও ২০১৮ সালে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
এ ছাড়া সদস্যসচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকও কোনো দিন বিএনপির কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রফিক তার ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণা করতে দেখা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে জামাল হোসাইনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। এ ছাড়া অন্যদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এগুলো তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় যাঁকে আহ্বায়ক করা হয়েছে; তিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। কোনো দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ ছাড়া উপজেলা ও পৌরসভায় যাঁদের পদ দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই কোনো দিন বিএনপি করতেন না। তাই এ কমিটি বাতিল করে এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে তৃণমূলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী লীগের পক্ষে প্রচারে অংশ নেওয়া কর্মী, রোহিঙ্গা পাচার, পাসপোর্ট জালিয়াতি ও মাদক মামলার আসামিরা। এ ছাড়া কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নিয়েও অনেকেই কমিটিতে পদ পেয়েছেন বলেও অভিযোগ। এমনকি ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কখনো বিএনপির কার্যক্রমে অংশ নেবেন না’ বলে ঘোষণা দেওয়া ব্যক্তিকেও দেওয়া হয়েছে পদ। প্রতিবাদে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন তৃণমূল বিএনপির কর্মীরা।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্যসচিব মোস্তাক আহমেদ খান সাতকানিয়া উপজেলা ও পৌরসভার কমিটির অনুমোদন দেয় গত ২০ এপ্রিল। কমিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তৃণমূলের কর্মীরা।
জানা গেছে, ৩০ সদস্যের সাতকানিয়া উপজেলা যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে অনেকেই বিতর্কিত। আহ্বায়কের পদ পাওয়া জামাল হোসাইন একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচার মামলা রয়েছে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর পতেঙ্গা থানায় মামলাটি হয়।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, গত ১৫ বছর বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে নেই। বরং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সখ্যের প্রমাণ আছে। গাড়ি ভাঙচুর মামলায় তিনি নিজেই বাদী হয়ে বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে মামলা করেন। এমনকি গত বছর বিএনপির ২৩ জনের বিরুদ্ধে থানায় নাম জমা দেন তিনি। এ রকম গুরুতর অভিযোগের পরও তাঁকে পদ দেওয়ায় হতাশ তৃণমূল কর্মীরা।
যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া লোকমান হাকিমের বিরুদ্ধেও আছে সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগ। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারে অংশ নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানেও যান তিনি।
এ ছাড়া যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া আহমেদুল হক সিকদার গাড়ির লাইনম্যানের কাজ করেন। কখনো বিএনপির কার্যক্রমে অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে। একই পদ পাওয়া শাহবুদ্দিন রাশেদও বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে ছিলেন না। বরং তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, ততদিন বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে যাবেন না। এরপরও তাঁকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে।
কোনো দিন বিএনপির রাজনীতিতে অংশ না নিয়েও জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নূরুনবী, তারেকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ার অভিযোগ রয়েছে। এলডিপি করা হাজি ছামাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আরেক নেতা দিদার হোসেন ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
পৌরসভার কমিটিতেও একই অভিযোগ রয়েছে। আহ্বায়কের পদ পাওয়া শওকত আলী চৌধুরী গত ১৫ বছর বিএনপির কোনো কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ। যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন মো. জাহেদ মাদক মামলার আসামি। তিনি ২০০৫ সালে হেরোইন মামলা ও ২০১৮ সালে ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
এ ছাড়া সদস্যসচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকও কোনো দিন বিএনপির কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রফিক তার ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণা করতে দেখা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে জামাল হোসাইনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। এ ছাড়া অন্যদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এগুলো তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় যাঁকে আহ্বায়ক করা হয়েছে; তিনি সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন। কোনো দিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ ছাড়া উপজেলা ও পৌরসভায় যাঁদের পদ দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই কোনো দিন বিএনপি করতেন না। তাই এ কমিটি বাতিল করে এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে তৃণমূলের নেতা-কর্মীরা ঘোষিত কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫