Ajker Patrika

ছোট ঘরে বড় ভান্ডার, বিদেশি ৭ অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছোট ঘরে বড় ভান্ডার, বিদেশি ৭ অস্ত্র জব্দ

সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তল, রিভলবার, গুলি ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের এক সক্রিয় সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার তিনজন এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তাঁরা হলেন কাপাশিয়া পাহাড়পুর গ্রামের আতিকুর রহমান আতিক (৩৫), রাজশাহী নগরীর চারকাজলা এলাকার শাহীন আলী (২৫) এবং ধরমপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা মো. শহিদুল (২৬)।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৮টি গুলি ও ৪টি গুলির খোসা জব্দ করা হয়েছে। এ ছাড়া বোমা তৈরিতে ব্যবহৃত ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাঁটা জব্দ করা হয়।

গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এ তথ্য জানান র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

এর ধারাবাহিকতায় র‍্যাব সদস্যরা কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালান। এ সময় আতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আতিক তাঁর মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে অবৈধ অস্ত্রগুলো বের করে দেন। এ ছাড়া তিনি হাতবোমা তৈরির সরঞ্জামগুলোও বের করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তার তিনজন সীমান্তবর্তী এলাকা থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিম (২৮) নামের দুজনের মাধ্যমে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করেছিলেন। তাঁরা এগুলো স্বাধীনতাবিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের কর্তাদের কাছে পৌঁছাতেন। এঁদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা।

রিয়াজ শাহরিয়ার আরও বলেন, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তার তিনজন এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত