Ajker Patrika

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ১২
Thumbnail image

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতি যেসব বুদ্ধিজীবীকে হারিয়েছে, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে গণ-অধিকার পরিষদ। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকাও চেয়েছে দলটি। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবির কথা জানান দলটির সদস্যসচিব নুরুল হক নুর।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব। তিনিও গণ-অধিকার পরিষদের নেতাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে তাঁদের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে উৎসাহ দেন।

রব বলেন, স্বাধীনতার ৫০ বছরে কী অর্জন করেছি, কী পেয়েছি আর কী হারিয়েছি, সেটা মূল্যায়ন করা হয়নি। আমি মুক্তিযুদ্ধে গিয়েছি মরার জন্য। এখন তো মরেই আছি। তোমরা তরুণ প্রজন্ম আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনো।

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সমালোচনা করে তিনি বলেন, এই ৫০ বছরে একটা বড় অর্জন হয়েছে। তা হলো সাতজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা হয়েছে। সাবেক সেনাপ্রধানের ভিসা বাতিল করেছে। বিশ্ববাসী জানল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁদের।

গণ-অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলেন, আজ দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে সরকার। অথচ স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের দুর্ভাগ্য, ৫০ বছরে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করতে পারেনি সরকার। আমরা নতুন প্রজন্ম কোনো হানাহানির রাজনীতি চাই না। এটা বন্ধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত