Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা গরমে জেরবার শিশুরা, বিভক্ত অভিভাবকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা গরমে জেরবার শিশুরা, বিভক্ত অভিভাবকেরা

দুপুরের তাতানো রোদ। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সামনে শিশুশিক্ষার্থী আর তাদের অভিভাবকদের ভিড়। এক মা এসেছেন ছেলেকে নিয়ে। দুজনই গলদঘর্ম। ছেলেকে কোনো মতে স্কুলে ঢুকিয়ে তিনি ছুটলেন ছায়ার দিকে। রাজধানী শহরে ছায়া মেলাও ভার। 

ঢাকাসহ সারা দেশে এক মাসের বেশি সময় পর গতকাল স্কুল-
কলেজে গিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা ছিল সবার। বেশি কষ্ট পেতে হয়েছে শিশুশিক্ষার্থীদের।তবে এত গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভক্তি দেখা গেল অভিভাবকদের মধ্যে। শিশুদের কষ্টের 

কথা ভেবে ক্ষুব্ধ অনেক অভিভাবক। তবে কেউ কেউ আবার বলছেন, স্কুল-কলেজ খোলা দরকার। শিশুদের পড়াশোনায় ঘাটতি হচ্ছে। গরমের মধ্যে হয়তো স্কুল শুরু ও শেষের সময় এগিয়ে নিয়ে আসা যেতে পারে। 

৫ জেলায় স্কুল-কলেজ আজ বন্ধ
গতকাল দেশের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এই অবস্থায় তাপমাত্রা অতিরিক্ত বেশি এমন পাঁচটি জেলায় আজ সোমবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জেলাগুলো হলো—ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলা। গতকাল রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঘোষণা অনুযায়ী ওই পাঁচ জেলায় আজ সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। 

কিছু শিক্ষার্থী অসুস্থ
দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও গতকাল ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের উপস্থিতির হার কম ছিল। প্রচণ্ড তাপপ্রবাহ চলায় অভিভাবকেরাও স্কুলে বাচ্চাদের পাঠাননি। 

এ দিকে প্রচণ্ড গরমে সারা দেশে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুলের ১৪ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চবিদ্যালয়েও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। 

অভিভাবকেরা বিভক্ত
রাজধানী বনশ্রী আইডিয়ালের আশপাশেই আছে আরও কিছু স্কুল। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, ন্যাশনাল আইডিয়াল স্কুল, রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজ ও ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। শেষের প্রতিষ্ঠানটির ছাউনির নিচে বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন অভিভাবক। তাঁদের চেহারা উদ্বিগ্ন। 

তাঁদেরই একজন সুবর্ণা খান। তাঁর মতে, ‘যে গরম পড়েছে তাতে আরও কিছুদিন স্কুল বন্ধ রাখা উচিত ছিল। শুনেছি হিট স্ট্রোকে একটা বাচ্চা মারাও গেছে। বাচ্চারা তো আর বড় না!।’ 

সুবর্ণা খানের কথার সঙ্গে যোগ দেন আরেকজন মা। তিনি নাসরিন আক্তার। তাঁর কথা, ‘দুপুর ১২টার পরে তাপ বেশি। তাই সকালেই যদি দুই শিফট করা যেত, তাহলে ভালো হতো। আগে তো জীবন।’ 

তবে স্কুল খোলার পক্ষেও আছেন কোনো কোনো অভিভাবক। তেমনই একজন আনোয়ার হোসেন। তাঁর কথা, পড়ালেখা ব্যাহত হচ্ছে। গরমের দিনে গরম থাকবে। বাড়িতেও গরম। স্কুলেও গরম। সুতরাং স্কুল খোলায় খুব একটা সমস্যা মনে করছেন না তিনি। 

একজন মা একেবারে যেন দৌড়ে এলেন আইডিয়াল স্কুলের সামনে। তাঁর গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। ছেলেটাও হাঁসফাঁস করছে। নাম প্রকাশ করার শর্তে তিনি বললেন, ‘পরীক্ষা এগিয়ে আসছে। পড়ালেখা না করলে খারাপ করবে। বাসায় তো পড়ালেখা হয় না। এখন একটা কাজ করা যেতে পারে। কিছুদিন বন্ধ কিছুদিন খোলা রেখে আগানো যেতে পারে। একেবারে বন্ধ করে দিলে বিপদ।’ 

স্কুল খোলা বা বন্ধ রাখা নিয়ে গতকাল নিজের অবস্থান স্পষ্ট করেছেন করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যায়ে আসার আশঙ্কা রয়েছে। এটা বাংলাদেশে তো নতুন নয়।

সুতরাং, পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত