Ajker Patrika

আমন আবাদের লক্ষ্য ছাড়িয়েছে গফরগাঁওয়ে

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ২১
আমন আবাদের লক্ষ্য ছাড়িয়েছে  গফরগাঁওয়ে

গফরগাঁওয়ে চলতি রোপা আমন মৌসুমে আমন ধান আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। ফসলের মাঠ ঘুরে দেখা গেছে চারদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝেই কিছু কিছু খেতে সোনালি শিষের ছড়া বেরিয়ে পড়েছে। অধিকাংশ জমিতে ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর আমন ধানের চাষ হয়েছিল ২২ হাজার ৫১০ হেক্টর জমিতে। আর এ বছর আমন ধানের চাষ হয়েছে ২২ হাজার ৬১০ হেক্টর জমিতে। সরকার কর্তৃক বিনা মূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের অধিক চাষ করা হয়েছে। চলতি মৌসুমে গত মৌসুম থেকে ৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।

কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে তারা ৭ ও ৮ হাইব্রিড, ২৮, ২৯, ৪৯, ধানী গোল্ড তেজ ও পাইওনিয়ার এগ্রো ১২ জাতের ধান রোপণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় এবার আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের মতে, লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৩ হাজার হেক্টরের বদলে ২ লাখ হেক্টরের বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। পোকার আক্রমণ, অকাল বন্যা ও অনাবৃষ্টির ভোগান্তি না থাকায় এবার আমনের বাম্পার ফলন হবে বলেও ধারণা কৃষি বিভাগের।

উপজেলার উস্থি এলাকার কৃষক হাবিবুর ও রাওনা ইউনিয়নের কৃষক সরাফত আলী বলেন, ধানের বাজার দর ভালো থাকায় আমন ধান আবাদ করেছেন তাঁরা। ফলন ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হাইব্রিড জাতের ধান আবাদ করলে কম জমিতে বেশি ফসল উৎপাদন করা যায়। তাই এ ধানের প্রতি কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এতে কৃষক লাভবান হবে। এবার আমন ধানের চাষ ভালো হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের লোকজন কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত