Ajker Patrika

সিনেমার গানে অনিমেষের অভিষেক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৮: ২২
সিনেমার গানে অনিমেষের অভিষেক

ময়মনসিংয়ের ধোবাউড়ার এক প্রত্যন্ত অঞ্চলে, হাজং জনগোষ্ঠীতে বেড়ে উঠেছেন অনিমেষ রায়। ছোটবেলা থেকেই ভালোবাসতেন গান। হাজং জনগোষ্ঠীর গান কণ্ঠে ফুটিয়ে তুলতেন তিনি। পরবর্তী সময়ে সংগীত নিয়েই পড়াশোনা করেছেন। অনিমেষ রায়কে বাংলাদেশের মানুষ প্রথম চিনতে শুরু করে ইউটিউবের মাধ্যমে। এ প্ল্যাটফর্মে নিজের গাওয়া গানগুলো আপলোড করতেন অনিমেষ। সেখান থেকে ডাক পান ‘আইপিডিসি আমাদের গান’-এ। পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে ‘মন ভালো না রে তোর পিরিত ভালো না’ কাভার করে পরিচিতি পান।

তবে ব্যাপক হারে লোকজন অনিমেষকে চিনতে শুরু করে কোক স্টুডিও বাংলার মাধ্যমে। নিজের লেখা ও সুর করা ‘নাসেক নাসেক’ গেয়ে কোক স্টুডিওতে বাজিমাত করেন তিনি। এরপর অনিমেষ আরও কিছু গান করেছেন। তবে সিনেমার গানে এলেন এই প্রথম। জানা গেছে, সোহেল রানা বয়াতির পরিচালনায় ‘নয়া মানুষ’ সিনেমায় ‘সোনার মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ। সুজন হাজংয়ের কথায় ও ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় গত সোমবার রাতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

প্রথম প্লেব্যাক, তাও ইমন চৌধুরীর মতো প্রতিভাবান সংগীত পরিচালকের হাত ধরে—বিষয়টি নিয়ে তাই অনিমেষের উচ্ছ্বাসের সীমা নেই। তিনি বলছেন, ‘আমি ভাগ্যবান জীবনের প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি ইমন ভাইয়ের সংগীত পরিচালনায়। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!’ সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘নয়া মানুষ তৈরি হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর গল্প নিয়ে। চরাঞ্চলের মানুষের জীবনের সাথে যে সুর জড়িয়ে আছে, সেই আবহ ধরেই গানটির আয়োজন করেছি। অনিমেষ দারুণ গেয়েছে।’

‘নয়া মানুষ’ সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি জানিয়েছেন, সিনেমাটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে। আ মা ম হাসানুজ্জামানের গল্প অবলম্বনে ‘নয়া মানুষ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত