ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের ভয়াবহ তাণ্ডবের শিকার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কারকাজ প্রায় শেষ। সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর আগামী ১৩ নভেম্বর স্টেশনটি উদ্বোধন করার কথা রয়েছে। ওই দিন থেকেই পূর্বাঞ্চল রেলপথে চলাচল করা ট্রেনগুলো এ স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্য দিয়ে শেষ হবে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার সকালে ঘুরে দেখা গেছে, আগুনে পুড়িয়ে দেওয়া টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষসহ অন্য কক্ষগুলোর সংস্কারকাজ শেষ হয়েছে। নতুন সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজও শেষ পর্যায়ে। এ ছাড়া উঁচু করা হয়েছে প্ল্যাটফর্মও। উদ্বোধনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতের শত শত কর্মী-সমর্থক। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন ও জেলা গণগ্রন্থাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
স্টেশনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ২৬ মার্চ বিকেলে। এ কারণে পরদিন ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া সদরের যাত্রীদের জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আখাউড়া ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হতো।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি দ্রুত সংস্কার করে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতির দাবিতে আন্দোলন শুরু করে নাগরিক সংগঠনগুলো। এরপর স্টেশনটির মর্যাদা ‘বি’ ক্লাস থেকে ‘ডি’ ক্লাসে নামিয়ে ১৫ জুন থেকে তিনটি মেইল ও একটি কমিউটার এবং ১৬ জুন থেকে একটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়।
নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন উত্তম কুমার সাহা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই ঘণ্টায় ট্রেনে করে ঢাকায় যাওয়া যায়। আর বাসে করে যানজট ঠেলে ঢাকায় পৌঁছাতে সময় লাগে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন না থামায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী সাতটি আন্তনগর, সাতটি মেইল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি করে। প্রতিদিন এই স্টেশন দিয়ে অন্তত ২ থেকে ৩ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব বলেন, স্টেশনের সংস্কারকাজ শেষ পর্যায়ে। আগামী ১৩ নভেম্বর স্টেশনটি উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের দিন থেকেই এ স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করবে।
ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের ভয়াবহ তাণ্ডবের শিকার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কারকাজ প্রায় শেষ। সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর আগামী ১৩ নভেম্বর স্টেশনটি উদ্বোধন করার কথা রয়েছে। ওই দিন থেকেই পূর্বাঞ্চল রেলপথে চলাচল করা ট্রেনগুলো এ স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্য দিয়ে শেষ হবে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার সকালে ঘুরে দেখা গেছে, আগুনে পুড়িয়ে দেওয়া টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষসহ অন্য কক্ষগুলোর সংস্কারকাজ শেষ হয়েছে। নতুন সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজও শেষ পর্যায়ে। এ ছাড়া উঁচু করা হয়েছে প্ল্যাটফর্মও। উদ্বোধনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতের শত শত কর্মী-সমর্থক। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন ও জেলা গণগ্রন্থাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
স্টেশনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ২৬ মার্চ বিকেলে। এ কারণে পরদিন ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া সদরের যাত্রীদের জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আখাউড়া ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হতো।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটি দ্রুত সংস্কার করে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতির দাবিতে আন্দোলন শুরু করে নাগরিক সংগঠনগুলো। এরপর স্টেশনটির মর্যাদা ‘বি’ ক্লাস থেকে ‘ডি’ ক্লাসে নামিয়ে ১৫ জুন থেকে তিনটি মেইল ও একটি কমিউটার এবং ১৬ জুন থেকে একটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয়।
নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন উত্তম কুমার সাহা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই ঘণ্টায় ট্রেনে করে ঢাকায় যাওয়া যায়। আর বাসে করে যানজট ঠেলে ঢাকায় পৌঁছাতে সময় লাগে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন না থামায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী সাতটি আন্তনগর, সাতটি মেইল ও কমিউটার ট্রেন যাত্রাবিরতি করে। প্রতিদিন এই স্টেশন দিয়ে অন্তত ২ থেকে ৩ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব বলেন, স্টেশনের সংস্কারকাজ শেষ পর্যায়ে। আগামী ১৩ নভেম্বর স্টেশনটি উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের দিন থেকেই এ স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫