নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদরঘাট থেকে আবদুল্লাহপুরগামী ভিক্টর ক্লাসিক পরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও সুপারভাইজারের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটে এ ঘটনা। সুপারভাইজারের দাবি, ভাড়া বেড়ে যা হয়েছে তাই তিনি চেয়েছেন। আর যাত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত আদায় করছেন সুপারভাইজার।
ডিজেলের দাম বৃদ্ধির পর পরিবহন ধর্মঘটে বাস বন্ধ ছিল তিন দিন। মালিকদের দাবিতে সরকার ভাড়া বাড়ানোর পর সোমবার বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো সমস্যা সেই ভাড়া। গুলিস্তান, মোহাম্মদপুর, মিরপুর, আজিমপুর, রামপুরাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, স্বল্প দূরত্বের ক্ষেত্রে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ।
বাসের সুপারভাইজারদের ভাষ্য, মালিক যেভাবে বলেছেন, সেভাবেই ভাড়া কাটছেন। তবে যাত্রীদের অনেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দিতে রাজি নন। ফলে অনেক স্থানে বাসকর্মীদের সঙ্গে তাদের বিতণ্ডা কিংবা হাতাহাতিও ঘটছে।
কাকরাইল থেকে মৌমিতা হক উঠেছিলেন আল মক্কা ট্রান্সপোর্টে। মৌচাক মোড়ে নামবেন বলে হেলপারের দিকে ১৫ টাকা ভাড়া এগিয়ে দিলেন। ভাড়ার টাকা হাতে না নিয়েই হেলপার ঘোষণা দিলেন, ভাড়া ২৫ টাকা, জানেন না ভাড়া বাড়ছে? মৌমিতা বললেন, জানব না? ১০ টাকার ভাড়া ১৫ টাকা নেবেন, ২৫ টাকা কেন নেবেন! উত্তর এল, এই গাড়ি ডিজেলে চলে।
এদিকে, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাদের সঙ্গে পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন।
বিআরটিএ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএর ১০ জন ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায় ও অন্য অভিযোগে ৩৩৩টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় ২৮৭টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত এড়াতে গুলিস্তান থেকে মোহাম্মদপুরগামী রজনীগন্ধা পরিবহনের বাস রুট পরিবর্তন করে বিজয়নগর মোড় হয়ে কাকরাইল দিয়ে হোটেল শেরাটনের পাশ দিয়ে চলাচল করছে। সাগর হোসেইন নামে এক যাত্রী বলেন, গুলিস্তান থেকে প্রেসক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে যাওয়ার কথা বাসটির। কিন্তু সড়কে ভ্রাম্যমাণ আদালত বসার খবরে রুট পরিবর্তন করেছে।
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, কোনো বাস রুট পরিবর্তন করছে কি না, সেদিকে খেয়াল রাখছি। মূলত বাড়তি ভাড়ার জন্যই আমরা জরিমানা করছি। এ ছাড়া যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।
অভিযান তদারকি করতে মাঠে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম এবং বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। গতকাল দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় হাজির হয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় বিভিন্ন সিটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পেয়ে অভিযান জোরদার করার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন নজরুল ইসলাম। তিনি যাত্রীদের আশ্বস্ত করেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
সদরঘাট থেকে আবদুল্লাহপুরগামী ভিক্টর ক্লাসিক পরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী ও সুপারভাইজারের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটে এ ঘটনা। সুপারভাইজারের দাবি, ভাড়া বেড়ে যা হয়েছে তাই তিনি চেয়েছেন। আর যাত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত আদায় করছেন সুপারভাইজার।
ডিজেলের দাম বৃদ্ধির পর পরিবহন ধর্মঘটে বাস বন্ধ ছিল তিন দিন। মালিকদের দাবিতে সরকার ভাড়া বাড়ানোর পর সোমবার বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো সমস্যা সেই ভাড়া। গুলিস্তান, মোহাম্মদপুর, মিরপুর, আজিমপুর, রামপুরাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, স্বল্প দূরত্বের ক্ষেত্রে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ।
বাসের সুপারভাইজারদের ভাষ্য, মালিক যেভাবে বলেছেন, সেভাবেই ভাড়া কাটছেন। তবে যাত্রীদের অনেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দিতে রাজি নন। ফলে অনেক স্থানে বাসকর্মীদের সঙ্গে তাদের বিতণ্ডা কিংবা হাতাহাতিও ঘটছে।
কাকরাইল থেকে মৌমিতা হক উঠেছিলেন আল মক্কা ট্রান্সপোর্টে। মৌচাক মোড়ে নামবেন বলে হেলপারের দিকে ১৫ টাকা ভাড়া এগিয়ে দিলেন। ভাড়ার টাকা হাতে না নিয়েই হেলপার ঘোষণা দিলেন, ভাড়া ২৫ টাকা, জানেন না ভাড়া বাড়ছে? মৌমিতা বললেন, জানব না? ১০ টাকার ভাড়া ১৫ টাকা নেবেন, ২৫ টাকা কেন নেবেন! উত্তর এল, এই গাড়ি ডিজেলে চলে।
এদিকে, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাদের সঙ্গে পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন।
বিআরটিএ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএর ১০ জন ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায় ও অন্য অভিযোগে ৩৩৩টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় ২৮৭টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩ লাখ ৫৪ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত এড়াতে গুলিস্তান থেকে মোহাম্মদপুরগামী রজনীগন্ধা পরিবহনের বাস রুট পরিবর্তন করে বিজয়নগর মোড় হয়ে কাকরাইল দিয়ে হোটেল শেরাটনের পাশ দিয়ে চলাচল করছে। সাগর হোসেইন নামে এক যাত্রী বলেন, গুলিস্তান থেকে প্রেসক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে যাওয়ার কথা বাসটির। কিন্তু সড়কে ভ্রাম্যমাণ আদালত বসার খবরে রুট পরিবর্তন করেছে।
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, কোনো বাস রুট পরিবর্তন করছে কি না, সেদিকে খেয়াল রাখছি। মূলত বাড়তি ভাড়ার জন্যই আমরা জরিমানা করছি। এ ছাড়া যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।
অভিযান তদারকি করতে মাঠে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম এবং বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। গতকাল দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় হাজির হয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় বিভিন্ন সিটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পেয়ে অভিযান জোরদার করার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন নজরুল ইসলাম। তিনি যাত্রীদের আশ্বস্ত করেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫