Ajker Patrika

পাহাড়ি ঢলে ভেসে গেছে ৪৫০ পুকুরের মাছ

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
আপডেট : ২৬ জুন ২০২২, ১৩: ১৮
পাহাড়ি ঢলে ভেসে গেছে  ৪৫০ পুকুরের মাছ

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪ ইউনিয়নে প্রায় ৪৫০টি পুকুরের ৩৩১ মেট্রিক টন পোনা ও মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন উপজেলার অন্তত ৪৫০ মৎস্য খামারি। এই তিন উপজেলার মৎস্য অধিদপ্তর ও জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। খামারিরা বলছেন, সরকারিভাবে প্রণোদনা না দেওয়া হলে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়। অন্যদিকে জেলা মৎস্য অধিদপ্তর বলছে, প্রণোদনার জন্য প্রাথমিকভাবে মৎস্যচাষিদের তালিকা ও ক্ষতির পরিমাণ মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হাওরাঞ্চলের তিন উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ ৪ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার টাকা। গত বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী তিন উপজেলায় ৪৫০ খামারির ৪৩৬টি পুকুর ভেসে গেছে। ভেসে গেছে ৩৩১ মেট্রিক টন মাছ ও পোনা। প্রতিদিন ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে। অষ্টগ্রামে ৬৫ খামারির ৮১টি পুকুরের ২৫ মেট্রিক টন মাছ ভেসে গেছে। মিঠামইনে ১৮০ খামারির ১৮০টি পুকুরের ২৪০ মেট্রিক টন মাছ ভেসে গেছে। ইটনায় ১৭০ খামারির ১৭৫টি পুকুরের ৬৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে।

মিঠামইন উপজেলার মাছচাষিরা জানান, ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে আরও বেশি। তাঁদের দাবি, সরকারি সহায়তা ছাড়া এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে না। অনেকে ব্যাংক, এনজিও ও স্থানীয়ভাবে ঋণ নিয়ে মৎস্য উৎপাদনে বিনিয়োগ করেছিলেন। বন্যার পানি নেমে গেলেও আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের আগে পুকুরে মাছ চাষ করতে পারবেন না।

মিঠামইনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আকন্দ বলেন, এবারের বন্যায় মিঠামইনের মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। উপজেলা মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে চাষিরা পুকুরের মাছ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু বিপৎসীমার অনেক ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় অধিকাংশ পুকুরের মাছ ভেসে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল বলেন, প্রয়োজনীয় প্রণোদনার জন্য প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের তালিকা ও ক্ষতির পরিমাণ মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত