Ajker Patrika

আক্ষেপ বাড়াচ্ছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ০২
আক্ষেপ বাড়াচ্ছেন লিটন

লাল বল ও সাদা বলের ক্রিকেটে গত কিছুদিনে লিটন দাসের পারফরম্যান্স যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জের ধরে নিন্দুকদের তিরে বিদ্ধ হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতাও হয়েছে তাঁর। সংস্করণ পাল্টাতেই বদলে গেলেন লিটন। ফিরেছেন চেনারূপে; রান পাচ্ছেন নিয়মিত।

সমস্যাটা হচ্ছে, ইনিংসের সুন্দর সমাপ্তি দিতে পারছেন না লিটন। গতকাল মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাতছাড়া করে আফসোসটা আরও বাড়িয়েছেন। ট্রেন্ট বোল্টের বাজে বলে ছুড়ে দিয়ে এসেছেন নিজের মূল্যবান উইকেট। আউট ৮৬ রানে।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভও। ২ রান বেশি করেছেন তিনি। ওপেনার মাহমুদুল হাসান ফেরেন ৭৮ রানে। সেঞ্চুরি মিসের মহড়া শুরু হয়েছে তাঁকে দিয়েই।

তবে আক্ষেপটা বেশি লিটনকে নিয়েই। টেস্ট ক্রিকেটে গত এক বছরে ১৩ ইনিংসের ৭টিতে অন্তত ফিফটি করেছেন। এর মধ্যে সেঞ্চুরিতে রূপান্তর করতে পেরেছেন মাত্র একটি। ৬ ফিফটির চারটিতে আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির। প্রতিবারই ব্যর্থ হয়েছেন ফিফটি সেঞ্চুরিতে রূপ দিতে। বে ওভালে গতকাল সেটিরই পুনরাবৃত্তি হলো।

লিটন সম্ভাবনাময় ইনিংসগুলোর পূর্ণতা দিতে ব্যর্থ হওয়ায় হতাশা ঝরেছে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে। দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘লিটন সামর্থ্যের তুলনায় সব সময় রান কম করেছে।’

কিন্তু কেন এমনটা হচ্ছে? উত্তর খুঁজছেন সুজনও। বলছেন, ‘লিটনের ব্যাটিং তো সাবলীল। ও যেমন ব্যাটিং করে, সে রকমই করেছে। লিটনের টাইমিং এত ভালো। আজ ( সোমবার) ব্যাটিং দেখে একবারও মনে হয়নি কোনো চাপে আছে। এত সাবলীলভাবে, সহজভাবে বোলারদের মোকাবিলা করেছে, দুর্দান্ত। লিটন কত ভালো খেলোয়াড়, আমরা জানি। বিশ্বকাপে রান না করার পরও আমরা জানতাম ওর সামর্থ্য কেমন।’

সেঞ্চুরি না পেলেও ধারাবাহিক রান করার পুরস্কার লিটন পাচ্ছেন অনেক জায়গা থেকে। লিটনকে সেরা প্রত্যয়নপত্রটা বোধ হয় দিয়েছেন বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টুইটারে এই ভারতীয় বলেছেন, ‘খুব ভালো লাগছে দেখে যে লিটনের মধ্যে যে প্রতিশ্রুতি দেখেছিলাম, সেটি এখন ফুল হয়ে ফুটছে।’

সেঞ্চুরি করতে পারলে নিশ্চয়ই ভালো লাগত লিটনেরও। ভালো লাগার দিনটা এসেছিল গত মাসে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। প্রথম সেঞ্চুরিতে ক্যারিয়ারসেরা ১১৪ রান করেন তিনি। ৪৩তম ইনিংসে এসে পেয়েছেন স্বপ্নের তিন অঙ্কের দেখা। ওই সিরিজেই ৫৯ ও ৪৫ রানের দুটো ইনিংস খেলেছেন লিটন।

লিটনের এবারের ইনিংসটাও বাংলাদেশ দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় দিন শেষে দল ৭৩ রানের যে লিড পেয়েছে, সেটা কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ফলের স্বপ্ন দেখছেন দলের অভিভাবক সুজন। তিনি বলেছেন, ‘আমরা এখানে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। বারবার তো হারতে পারি না। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি, এই টেস্টে অন্তত ড্র করতে চাই। এখনো ১৮০ ওভার বাকি আছে। ভালো বোলিং করলে এই উইকেটে দ্রুত রান তোলা কঠিন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত