Ajker Patrika

গুরুত্বপূর্ণ রাস্তার এ হাল!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গুরুত্বপূর্ণ রাস্তার এ হাল!

নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কের কার্পেটং উঠে খানাখন্দের কারণে চলাচলে ভোগান্তি বেড়েছে। বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা।

শুকনার সময় খানাখন্দ রাস্তা দিয়ে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষাকালে ভোগান্তি চরম আকার ধারণ করে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশলী অফিস বলছে রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।

জানা গেছে, মোয়াজ্জেমপুর উপজেলার শিক্ষানগরী হিসেবে পরিচিত। এখানে আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসা, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসিনা খান চৌধুরী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও একাধিক কিন্ডারগার্টেন রয়েছে। এ ছাড়া ভূমি অফিস, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিকসহ দুটি বাজার রয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন অবস্থায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাজার বাসস্ট্যান্ড থেকে মোয়াজ্জেমপুর মধ্যপাড়া সড়কে পিচ সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিকের সামনে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পাশে পুকুরে অনেকটা রাস্তা দেবে গেছে। সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরী বাড়ির সামনের সড়ক থেকে পিচসহ কংক্রিট সরে গিয়ে বিশাল গর্ত হয়েছে ৷ এতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে।

স্থানীয়রা জানান, ৪-৫ বছর আগে সড়কটি সংস্কার করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এক বছরও টেকেনি। বর্ষাকালে পানি জমে সড়কের অবস্থা বেশি খারাপ হয়। সড়কের উন্নয়নের তেমন কোনো অগ্রগতি নেই। সড়কটি দিয়ে ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে ৷ গর্ত সৃষ্টির কারণে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসা অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে ৷ অটোচালক মো. বারিক মিয়া বলেন, ‘রাস্তার কথা কী বলব, কেউ তো দেখে না। শিক্ষার্থী তানিয়া জান্নাত জানায়, এই এলাকায় এত এত শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও সড়কটি খুবই নাজুক অবস্থায়।

নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. শাহবো রহমান সজিব বলেন, ‘রাস্তাটি খানাখন্দে ভরা শুনেছি। রাস্তাটির এস্টিমেট করে পাঠানো হয়েছে। আশা করি, খুবই শিগগিরই অনুমোদন হলে সংস্কারকাজ শুরু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত