নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের মেয়েদের। দলের সেরা খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রকে ছাড়াই গত পরশু কমলাপুর স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আকলিমা খাতুন-স্বপ্না রানীরা।
আজ ‘এইচ’ গ্রুপে ইরানের বিপক্ষে জয় পেলে নতুন এক স্বপ্নপূরণ হবে বাংলাদেশের। প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের বাছাইপর্বে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শামসুন্নাহারকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের। তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতলেও নিয়মিত অধিনায়ককে না পাওয়ার অভাবটা ঠিকই বোঝা গেছে ম্যাচে।
কোচ ছোটন জানান, শামসুন্নাহার থাকলে ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ত। একই মাঠে আজ ইরানের বিপক্ষে জিততে দলে আরও উন্নতি করা দরকার বলে মনে করেন তিনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলের সুযোগ নষ্ট হলেও ইরানের বিপক্ষে সেই ভুল করতে চান না কোচ ছোটন। স্বপ্নপূরণের লক্ষ্যে এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক তিনি, ‘আমরা চেষ্টা করেছি। একসময় গোল পেয়েছি। তবে ইরানের বিপক্ষে হয়তো আগের ম্যাচের মতো সুযোগ আসবে না। সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই আমরা।’
গ্রুপে একটি করে ম্যাচ খেলে দুই দলই পেয়েছেন সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চূড়ান্ত পর্বে যেতে হলে ইরানকে হারাতেই হবে বাংলাদেশকে। এর আগে ইরান ৭-১ গোলে হারায় তুর্কমেনিস্তানকে। প্রতিপক্ষকে তাই সমীহই করছেন ছোটন, ‘ইরান শক্তিশালী দল। ওদের কজন খেলোয়াড় বেশ ভালো খেলে। তবে আমরা জিততেই মাঠে নামব।’
নতুন স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের মেয়েদের। দলের সেরা খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রকে ছাড়াই গত পরশু কমলাপুর স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আকলিমা খাতুন-স্বপ্না রানীরা।
আজ ‘এইচ’ গ্রুপে ইরানের বিপক্ষে জয় পেলে নতুন এক স্বপ্নপূরণ হবে বাংলাদেশের। প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের বাছাইপর্বে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শামসুন্নাহারকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের। তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতলেও নিয়মিত অধিনায়ককে না পাওয়ার অভাবটা ঠিকই বোঝা গেছে ম্যাচে।
কোচ ছোটন জানান, শামসুন্নাহার থাকলে ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ত। একই মাঠে আজ ইরানের বিপক্ষে জিততে দলে আরও উন্নতি করা দরকার বলে মনে করেন তিনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলের সুযোগ নষ্ট হলেও ইরানের বিপক্ষে সেই ভুল করতে চান না কোচ ছোটন। স্বপ্নপূরণের লক্ষ্যে এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক তিনি, ‘আমরা চেষ্টা করেছি। একসময় গোল পেয়েছি। তবে ইরানের বিপক্ষে হয়তো আগের ম্যাচের মতো সুযোগ আসবে না। সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই আমরা।’
গ্রুপে একটি করে ম্যাচ খেলে দুই দলই পেয়েছেন সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চূড়ান্ত পর্বে যেতে হলে ইরানকে হারাতেই হবে বাংলাদেশকে। এর আগে ইরান ৭-১ গোলে হারায় তুর্কমেনিস্তানকে। প্রতিপক্ষকে তাই সমীহই করছেন ছোটন, ‘ইরান শক্তিশালী দল। ওদের কজন খেলোয়াড় বেশ ভালো খেলে। তবে আমরা জিততেই মাঠে নামব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫