Ajker Patrika

নন্দীগ্রামে দইয়ের ভাঁড়ে টিকে আছে মৃৎশিল্প

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪: ০৩
নন্দীগ্রামে দইয়ের ভাঁড়ে   টিকে আছে মৃৎশিল্প

কালের বিবর্তনে বগুড়ার নন্দীগ্রামে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই শিল্পের স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, দস্তা ও অ্যালুমিনিয়ামের সামগ্রী। আধুনিক এসব বাহারি পণ্যের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকা সম্ভব হচ্ছে না মৃৎশিল্প কারিগরদের। তাই তো দইয়ের ভাঁড় এখন উপজেলার কুমোর সম্প্রদায়ের একমাত্র ভরসা।

আগের দিনে অনেক কদর ছিল এই মৃৎশিল্পের। কুমোরেরা হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দিয়ে তৈরি করত বিভিন্ন ধরনের শখের মৃৎশিল্প। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও তাঁরা তৈরি করতেন পূজা-পার্বণের জন্য নানা রঙের বাহারি মাটির জিনিস। আর এসব সামগ্রী তৈরি করতে কারিগরদের দরকার হয় বিশেষ ধরনের কাঠের তৈরি চাকা, মাটি ও কিছু ছোটখাটো যন্ত্রপাতি।

পূর্বপুরুষদের এ পেশাটিকে ধরে রাখতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে এ উপজেলার কারিগরদের। তবে মাটির তৈরি জিনিসপত্রের তেমন কদর না থাকলেও দইয়ের ভাঁড়ের চাহিদা রয়েছে ব্যাপক।

উপজেলার আমড়া গোহাইল গ্রামের নির্মলা রানী পাল বলেন, মাটি থেকে তৈরি সব ধরনের জিনিসপত্রের চাহিদা কমে গেছে। তাঁরা এখনো কিছু কিছু জিনিসপত্র তৈরি করেন। তবে প্লাস্টিক কোম্পানিগুলো সব ধরনের জিনিসপত্র তৈরি করলেও দইয়ের সরা ও ভাঁড়ের কোনো বিকল্প তৈরি করতে পারেনি। এ জন্যএখনো তাঁরা টিকে আছেন বলে তিনি মনে করেন।

নিতিশ চন্দ্র পাল বলেন, ‘আগে মাটি কিনতে হয়নি। এখন মাটি, গুঁড়া ও খড়ি কিনতে হয়। মাটি ও জ্বালানির খরচ বেড়ে গেছে। আর পরিশ্রমের তুলনায় মাটির তৈরি জিনিসের দাম কমে গেছে। ১ কেজি ওজনের ১০০ দইয়ের ভাঁড় ৪০০ টাকা, ২ কেজি ওজনের ১০০ দইয়ের ভাঁড় ৫০০ টাকা, বড় ১০০ দইয়ের পাতিল ৮০০ টাকায় বিক্রি হয়। সরকারি কোনো সুবিধা আমরা পাই না। সরকারিভাবে আমাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে এ পেশা টিকে রাখা সম্ভব।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, ‘মৃৎশিল্পীদের জন্য ঋণের ব্যবস্থা থাকলে আমরা তাঁদের সে ব্যবস্থা করে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত