নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সংস্থাটির সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল সোমবার এক ওয়েবিনারে এ নিয়ে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জোটের নেতারা।
জোট নেতাদের দাবি, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে কূটনীতিক সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় পক্ষ ‘ষড়যন্ত্র’ করছে। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার এবং বন্ধু দেশগুলোর কাছে সব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারা।
ওয়েবিনারে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যে আমির হোসেন আমু বলেন, ‘আজকে বঙ্গোপসাগর নিয়ে যে বলয় সৃষ্টি হয়েছে, সেই বলয়ে আমাদের দেশ অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই চাপ প্রয়োগ হচ্ছে বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এটা তাদের জন্যই অসম্মানজনক সিদ্ধান্ত বলে পরিগণিত হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের সরকারকে অপছন্দ করে কিংবা তার ইচ্ছা অনুযায়ী সরকার পরিবর্তন করতে চায়, তখন সে সরকারের ওপর বিভিন্নভাবে দোষারোপ করে। ট্রাম্পের সময়েই যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে গেছে। বাইডেন কিন্তু ঘোষণাই দিয়েছেন যে তারা বিশ্ব নেতৃত্বে ফিরতে চায়। এ জন্য বিভিন্ন দেশকে তাদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলেও তারা প্রভাববলয় সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত না দেওয়ার পেছনে সেই ভূরাজনীতি-ই কাজ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, র্যাব গঠন হওয়ার পর সন্ত্রাসকে কোণঠাসা এবং জঙ্গিবাদকে দমন করা গেছে। যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অসম্মানজনক।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্র যখন ব্ল্যাকমেল করতে চায় তখন তারা এভাবে অগ্রসর হয়। এভাবে বিভিন্ন সংকট সৃষ্টি করে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যায়। আজকে এটার কিন্তু সে সবের পূর্ব লক্ষণ। তারা সরকারকে পরিবর্তন করতে চায়।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক মহাপরিচালকসহ সংস্থাটির সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। গতকাল সোমবার এক ওয়েবিনারে এ নিয়ে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জোটের নেতারা।
জোট নেতাদের দাবি, ঢাকা-ওয়াশিংটনের মধ্যে কূটনীতিক সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় পক্ষ ‘ষড়যন্ত্র’ করছে। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার এবং বন্ধু দেশগুলোর কাছে সব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারা।
ওয়েবিনারে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যে আমির হোসেন আমু বলেন, ‘আজকে বঙ্গোপসাগর নিয়ে যে বলয় সৃষ্টি হয়েছে, সেই বলয়ে আমাদের দেশ অন্তর্ভুক্ত না হওয়ার কারণেই চাপ প্রয়োগ হচ্ছে বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এটা তাদের জন্যই অসম্মানজনক সিদ্ধান্ত বলে পরিগণিত হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের সরকারকে অপছন্দ করে কিংবা তার ইচ্ছা অনুযায়ী সরকার পরিবর্তন করতে চায়, তখন সে সরকারের ওপর বিভিন্নভাবে দোষারোপ করে। ট্রাম্পের সময়েই যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে গেছে। বাইডেন কিন্তু ঘোষণাই দিয়েছেন যে তারা বিশ্ব নেতৃত্বে ফিরতে চায়। এ জন্য বিভিন্ন দেশকে তাদের বলয়ভুক্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলেও তারা প্রভাববলয় সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত না দেওয়ার পেছনে সেই ভূরাজনীতি-ই কাজ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, র্যাব গঠন হওয়ার পর সন্ত্রাসকে কোণঠাসা এবং জঙ্গিবাদকে দমন করা গেছে। যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এটা অসম্মানজনক।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, যুক্তরাষ্ট্র যখন ব্ল্যাকমেল করতে চায় তখন তারা এভাবে অগ্রসর হয়। এভাবে বিভিন্ন সংকট সৃষ্টি করে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যায়। আজকে এটার কিন্তু সে সবের পূর্ব লক্ষণ। তারা সরকারকে পরিবর্তন করতে চায়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫