আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
মানসিক অস্থিরতা, ঋণ ও সম্প্রতি ভুল চিকিৎসায় জরিমানা পরিশোধের তাড়না থেকে মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন দন্ত চিকিৎসক আসাদুর রহমান রুবেল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত রোববার ভোররাতে স্ত্রী ও দুই মেয়েকে মাথায় আঘাত করেন রুবেল। পরে মুখে বালিশ চাপা ও ধারালো অস্ত্র (দা) দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এরপর তিনি পাঁচুরিয়া এলাকায় মহাসড়কের ওপর আত্মহত্যার জন্য শুয়ে পড়েন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এ হত্যাকাণ্ড।
অনুসন্ধানে জানা গেছে, ২২ বছর আগে রুবেল ভালোবেসে একই গ্রামের লাভলী আক্তারকে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি রুবেলের পরিবার। বাধ্য হয়ে দন্তচিকিৎসক হিসেবে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে কাজ শুরু করেন তিনি। বাড়িতে বাবা-মা ও ভাইদের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রী-মেয়েদের নিয়ে ওঠেন তিনি। এর মধ্যে ব্যবসার জন্য ঋণ নিতে থাকেন রুবেল। পাশাপাশি দন্ত চিকিৎসাতেও তেমন ভালো কিছু করতে পারছিলেন। এ নিয়ে হতাশায় ভুগতে থাকেন রুবেল।
এলাকাবাসী জানান, ঋণে জর্জরিত হয়ে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বিবাদে জড়িয়ে পড়েন রুবেল। সর্বশেষ সম্প্রতি রুবেলের চেম্বারে এক নারীর দাঁতের ভুল চিকিৎসার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী রোগীর দুলাভাই বেলায়েত হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, শুভ, এক প্রশাসনিক কর্মকর্তা, চঞ্চলসহ কয়েকজন প্রভাবশালী তাঁর বিরুদ্ধে সালিসে বসেন। এর আগে রুবেলের সহযোগীর মোটরসাইকেল আটক করে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই নারী রোগীর স্বজনদের বিরুদ্ধে। এরপর ঘরোয়া সালিসে রুবেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য বলা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সালিসের পর থেকে রুবেল মানসিকভাবে ভেঙে পড়েন। গত রোববার হত্যার ঘটনার দিন জরিমানার টাকা পরিশোধ করার কথা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
হত্যাকাণ্ডের দিন রোববার দুপুরে অতিরিক্ত এসপি হাফিজুর রহমান ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জেরায় এসব তথ্য বেরিয়ে আসে। অতিরিক্ত এসপি সাংবাদিকদের জানান, রুবেল মানসিক বিকারগ্রস্ত ও দেউলিয়া হয়ে যাওয়ার কারণে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেন।
রুবেলের বড় মেয়ে ছোঁয়া (১৬) এসএসসি পরীক্ষার্থী। আর ছোট মেয়ে কথা (১২) পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্ত্রী ও দুই মেয়ে হত্যার ঘটনার পর থেকে রুবেলের গ্রামের মানুষ, আত্মীয়স্বজন থেকে শুরু করে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিমানার ওই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা নানা টালবাহানা তৈরি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জরিমানার বিষয়টি উদ্ঘাটনের চেষ্টায় মাঠে নেমেছেন।
জরিমানা বোর্ডের মূল হোতা হচ্ছেন বেলায়েত হোসেন। তাঁর বাড়ি ঘিওরের দোতরা এলাকায় হলেও থাকেন শ্বশুরবাড়ি রাথুরা গ্রামে। ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় তিনি নানা অপকর্ম করেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বেলায়েতের শ্যালিকার দাঁতের ভুল চিকিৎসার দায়ে দন্ত চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানাও করেন তিনি। জরিমানার টাকার জন্য রুবেলকে চাপ দিতে থাকেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান।
গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে বেলায়েতের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমার শ্যালিকা ভুল চিকিৎসা করেন ওই চিকিৎসক। এ জন্য তাঁকে জরিমানা দিতেই হবে।’ একসময় তিনি বলে ওঠেন, ‘আপনি কি থানার ওসি যে আপনার কাছে কৈফিয়ত দিতে হবে?’
নিহত লাভলী আক্তারের মা হালিমা বেগম বলেন, ‘জরিমানার টাকা এবং যাদের কাছ থেকে ধার-দেনা করেছেন, তাদের চাপের কারণে আমার মেয়ে ও দুই নাতিনকে রুবেল হত্যা করেছে। হত্যার বিচারের সঙ্গে যারা জরিমানা করেছে, তাদেরও বিচার চাই।’
নিহত লাভলী আক্তারের পিতা সাইজ উদ্দিন বলেন, ‘রুবেলের শাস্তির পাশাপাশি তাঁর মা-বাবারও শাস্তি চাই। কেন রুবেলকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন ওর দেনা-পাওনা তাঁরা পরিশোধ করল না।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টায় মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। হত্যাকাণ্ডের আগে ও পরের সব ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’
মানসিক অস্থিরতা, ঋণ ও সম্প্রতি ভুল চিকিৎসায় জরিমানা পরিশোধের তাড়না থেকে মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন দন্ত চিকিৎসক আসাদুর রহমান রুবেল। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত রোববার ভোররাতে স্ত্রী ও দুই মেয়েকে মাথায় আঘাত করেন রুবেল। পরে মুখে বালিশ চাপা ও ধারালো অস্ত্র (দা) দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এরপর তিনি পাঁচুরিয়া এলাকায় মহাসড়কের ওপর আত্মহত্যার জন্য শুয়ে পড়েন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এ হত্যাকাণ্ড।
অনুসন্ধানে জানা গেছে, ২২ বছর আগে রুবেল ভালোবেসে একই গ্রামের লাভলী আক্তারকে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেনে নেয়নি রুবেলের পরিবার। বাধ্য হয়ে দন্তচিকিৎসক হিসেবে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে কাজ শুরু করেন তিনি। বাড়িতে বাবা-মা ও ভাইদের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রী-মেয়েদের নিয়ে ওঠেন তিনি। এর মধ্যে ব্যবসার জন্য ঋণ নিতে থাকেন রুবেল। পাশাপাশি দন্ত চিকিৎসাতেও তেমন ভালো কিছু করতে পারছিলেন। এ নিয়ে হতাশায় ভুগতে থাকেন রুবেল।
এলাকাবাসী জানান, ঋণে জর্জরিত হয়ে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বিবাদে জড়িয়ে পড়েন রুবেল। সর্বশেষ সম্প্রতি রুবেলের চেম্বারে এক নারীর দাঁতের ভুল চিকিৎসার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী রোগীর দুলাভাই বেলায়েত হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, শুভ, এক প্রশাসনিক কর্মকর্তা, চঞ্চলসহ কয়েকজন প্রভাবশালী তাঁর বিরুদ্ধে সালিসে বসেন। এর আগে রুবেলের সহযোগীর মোটরসাইকেল আটক করে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই নারী রোগীর স্বজনদের বিরুদ্ধে। এরপর ঘরোয়া সালিসে রুবেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য বলা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সালিসের পর থেকে রুবেল মানসিকভাবে ভেঙে পড়েন। গত রোববার হত্যার ঘটনার দিন জরিমানার টাকা পরিশোধ করার কথা ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
হত্যাকাণ্ডের দিন রোববার দুপুরে অতিরিক্ত এসপি হাফিজুর রহমান ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জেরায় এসব তথ্য বেরিয়ে আসে। অতিরিক্ত এসপি সাংবাদিকদের জানান, রুবেল মানসিক বিকারগ্রস্ত ও দেউলিয়া হয়ে যাওয়ার কারণে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেন।
রুবেলের বড় মেয়ে ছোঁয়া (১৬) এসএসসি পরীক্ষার্থী। আর ছোট মেয়ে কথা (১২) পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্ত্রী ও দুই মেয়ে হত্যার ঘটনার পর থেকে রুবেলের গ্রামের মানুষ, আত্মীয়স্বজন থেকে শুরু করে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিমানার ওই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা নানা টালবাহানা তৈরি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জরিমানার বিষয়টি উদ্ঘাটনের চেষ্টায় মাঠে নেমেছেন।
জরিমানা বোর্ডের মূল হোতা হচ্ছেন বেলায়েত হোসেন। তাঁর বাড়ি ঘিওরের দোতরা এলাকায় হলেও থাকেন শ্বশুরবাড়ি রাথুরা গ্রামে। ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় তিনি নানা অপকর্ম করেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বেলায়েতের শ্যালিকার দাঁতের ভুল চিকিৎসার দায়ে দন্ত চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানাও করেন তিনি। জরিমানার টাকার জন্য রুবেলকে চাপ দিতে থাকেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান।
গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে বেলায়েতের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমার শ্যালিকা ভুল চিকিৎসা করেন ওই চিকিৎসক। এ জন্য তাঁকে জরিমানা দিতেই হবে।’ একসময় তিনি বলে ওঠেন, ‘আপনি কি থানার ওসি যে আপনার কাছে কৈফিয়ত দিতে হবে?’
নিহত লাভলী আক্তারের মা হালিমা বেগম বলেন, ‘জরিমানার টাকা এবং যাদের কাছ থেকে ধার-দেনা করেছেন, তাদের চাপের কারণে আমার মেয়ে ও দুই নাতিনকে রুবেল হত্যা করেছে। হত্যার বিচারের সঙ্গে যারা জরিমানা করেছে, তাদেরও বিচার চাই।’
নিহত লাভলী আক্তারের পিতা সাইজ উদ্দিন বলেন, ‘রুবেলের শাস্তির পাশাপাশি তাঁর মা-বাবারও শাস্তি চাই। কেন রুবেলকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন ওর দেনা-পাওনা তাঁরা পরিশোধ করল না।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টায় মধ্যে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। হত্যাকাণ্ডের আগে ও পরের সব ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫