সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও নদীভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলার কাজীপুর, শাহজাদপুর ও চৌহালীতে নদীভাঙনের তীব্রতা বেশি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে। সর্বশেষ চলতি সপ্তাহে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া হাটের পূর্বপাশের ইকোপার্ক এলাকায় যমুনা নদীর তীর প্রতিরক্ষা কাজের ৮০ মিটার এলাকায় ধস দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে যমুনার পানি বাড়তে শুরু করে। পানিতে তলিয়ে যায় নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরসমূহ। সেই সঙ্গে নদীর ডান তীরের সংরক্ষণ কাজের অংশে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। পানি কমা শুরু হলে নদীর তীব্র স্রোতের কারণে ডান তীরে এসে আছড়ে পড়তে থাকে। পুরো নদীর মূল স্রোতোধারা এখন তীর সংরক্ষণ প্রকল্প এলাকার ১৫০ গজের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ধস।
তবে এই ধসের জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী থেকে এলোপাতাড়িভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। তাঁদের ভাষ্যমতে তীর সংরক্ষণ এলাকার ১০০ থেকে ৫০০ গজের মধ্য থেকে শুষ্ক মৌসুমে বালু উত্তোলনের কারণে নদীর মূল স্রোতোধারা এখন ডান তীরের দিকে আঘাত করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হায়দার আলী বলেন, ‘শুষ্ক মৌসুমে নদীতীর সংরক্ষণ প্রকল্পের ৫০০ গজের মধ্যে থেকে এলোপাতাড়িভাবে বালু উত্তোলন করা হয়েছে। আমাদের নিষেধ মানা হয়নি। সেই উত্তোলন করা বালু প্রকল্পের সি সি ব্লকের ওপর দিয়ে ট্রাকে বহন করে নেওয়া হয়েছে। এতে নদীর মূল স্রোত এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করায় ধস শুরু হয়েছে।
হায়দার আলী আরও বলেন, কাজীপুরে নদীর তীর প্রতিরক্ষা কাজের ধস নামায় বালুর বস্তা ফেলা হচ্ছে। এখান থেকে ৫০০ মিটার দূরে কাজীপুর রক্ষাবাঁধ রয়েছে। প্রতিরক্ষা কাজে ধস ঠেকাতে প্রাথমিকভাবে ৮ হাজার বালুর বস্তা ফেলা হচ্ছে। বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে প্রাথমিকভাবে সমস্যা নাই।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭৯ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজীপুরে ইকোপার্ক পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ১৫ দশমিক ২৫ সেন্টিমিটার। গতকাল সকাল ৬টায় এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৬৫ সেন্টিমিটার। এ ছাড়া গত সোমবার ১২ দশমিক ৮৫ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়। গতকাল সকাল ৬টা পর্যন্ত এই পয়েন্টে বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।
উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ধসের বিষয়টি জানেন। তিনি দেশের বাইরে আছেন। তবে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। পাউবো কাজ শুরু করেছে। ভাঙন ও ধস ঠেকাতে জিওব্যাগ ফেলা অব্যাহত থাকবে।’
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও নদীভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলার কাজীপুর, শাহজাদপুর ও চৌহালীতে নদীভাঙনের তীব্রতা বেশি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে বালুর বস্তা ফেলা হচ্ছে। সর্বশেষ চলতি সপ্তাহে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া হাটের পূর্বপাশের ইকোপার্ক এলাকায় যমুনা নদীর তীর প্রতিরক্ষা কাজের ৮০ মিটার এলাকায় ধস দেখা দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে যমুনার পানি বাড়তে শুরু করে। পানিতে তলিয়ে যায় নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরসমূহ। সেই সঙ্গে নদীর ডান তীরের সংরক্ষণ কাজের অংশে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। পানি কমা শুরু হলে নদীর তীব্র স্রোতের কারণে ডান তীরে এসে আছড়ে পড়তে থাকে। পুরো নদীর মূল স্রোতোধারা এখন তীর সংরক্ষণ প্রকল্প এলাকার ১৫০ গজের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ধস।
তবে এই ধসের জন্য সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী থেকে এলোপাতাড়িভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। তাঁদের ভাষ্যমতে তীর সংরক্ষণ এলাকার ১০০ থেকে ৫০০ গজের মধ্য থেকে শুষ্ক মৌসুমে বালু উত্তোলনের কারণে নদীর মূল স্রোতোধারা এখন ডান তীরের দিকে আঘাত করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হায়দার আলী বলেন, ‘শুষ্ক মৌসুমে নদীতীর সংরক্ষণ প্রকল্পের ৫০০ গজের মধ্যে থেকে এলোপাতাড়িভাবে বালু উত্তোলন করা হয়েছে। আমাদের নিষেধ মানা হয়নি। সেই উত্তোলন করা বালু প্রকল্পের সি সি ব্লকের ওপর দিয়ে ট্রাকে বহন করে নেওয়া হয়েছে। এতে নদীর মূল স্রোত এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করায় ধস শুরু হয়েছে।
হায়দার আলী আরও বলেন, কাজীপুরে নদীর তীর প্রতিরক্ষা কাজের ধস নামায় বালুর বস্তা ফেলা হচ্ছে। এখান থেকে ৫০০ মিটার দূরে কাজীপুর রক্ষাবাঁধ রয়েছে। প্রতিরক্ষা কাজে ধস ঠেকাতে প্রাথমিকভাবে ৮ হাজার বালুর বস্তা ফেলা হচ্ছে। বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে প্রাথমিকভাবে সমস্যা নাই।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। গতকাল মঙ্গলবার পর্যন্ত এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭৯ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজীপুরে ইকোপার্ক পয়েন্টে পানির বিপৎসীমা ধরা হয় ১৫ দশমিক ২৫ সেন্টিমিটার। গতকাল সকাল ৬টায় এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৬৫ সেন্টিমিটার। এ ছাড়া গত সোমবার ১২ দশমিক ৮৫ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়। গতকাল সকাল ৬টা পর্যন্ত এই পয়েন্টে বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়।
উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ধসের বিষয়টি জানেন। তিনি দেশের বাইরে আছেন। তবে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। পাউবো কাজ শুরু করেছে। ভাঙন ও ধস ঠেকাতে জিওব্যাগ ফেলা অব্যাহত থাকবে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১৪ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪