দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। এসব ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে বাড়িঘর ও দোকানপাটসহ বিভিন্ন রকমের স্থাপনা। কেউবা আবার ফসলি জমি জলাধারে রূপান্তরিত করে মাছ চাষ করছেন। অবাধে ড্রেজারের পাইপ দিয়ে বালু ভরাট করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিলাশপুর ইউনিয়ন থেকে মাহমুদপুর ইউনিয়নজুড়ে রয়েছে বেশ কয়েকটি ড্রেজার পাইপ। পদ্মার পাশে ড্রেজার বসিয়ে পাইপ দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে কৃষিজমি ভরাট করছে ড্রেজার ব্যবসায়ীরা। অনেক কৃষিজমি রূপান্তরিত হয়েছে পুকুর-দিঘিতে। ফসলের বিপরীতে সে জমিতে এখন হচ্ছে মাছ চাষ। কয়েক দিন আগে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি কয়েকটি পাইপ ভেঙে দিলেও আবার তাদের মতো ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে নিয়ে ড্রেজার দিয়ে কেটে বিক্রি করছেন। এসব মাটি দিয়ে রাস্তার ধারের জমি ভরাট করে কেউ নির্মাণ করছেন বসতবাড়ি, কেউবা করছেন হাউজিং প্রকল্প।
মাহমুদপুর ইউনিয়নের লটাখোলা ও লটাখোলা চাঁন্দের বিল ব্রিজ এলাকা থেকে শুরু করে ১ ও ২ নম্বর ওয়ার্ড, মাহমুদপুর, চরপুলিয়া, হরিচণ্ডী হাযানবাড়ি মোড়, হরিচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় কয়েক একর জমি ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে। এ ছাড়া ওই ইউনিয়নের আরও বেশ কয়েক গ্রামে এখনো চলছে ফসলি জমি ভরাটের মহোৎসব। এসব ফসলি জমি ভরাটের জন্য অল্প দামে মাটি দেওয়ার কথা বলে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছেন ড্রেজার ব্যবসায়ীরা। এভাবেই দিন দিন কৃষিজমি কমে অকৃষি খাতে রূপান্তরিত হচ্ছে।
একজন কৃষিজমির মালিক রেহেনুমা বলেন, ‘আমার স্বামী বিদেশে থাকে। বাড়িতে পুরুষ লোক নেই। আল আমিন চোকদারসহ আরও কয়েকজন আমার কৃষিজমি কেটে মাটি বিক্রি করছে। এ বিষয়ে দোহার উপজেলা প্রশাসনকে জানালে কিছুদিন তারা মাটি কাটা বন্ধ রাখে। পরে পুনরায় আবার মাটি কাটা শুরু করে। আমি প্রশাসনের কাছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি।’
ড্রেজার ব্যবসায়ী আওলাদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার কাছে সব কাগজপত্র আছে।’ প্রশাসনের কাছ থেকে অনুমতির বিষয় জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা ব্যবস্থা নেব এবং রাস্তার ওপরের পাইপ অপসারণ করব।’
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। এসব ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে বাড়িঘর ও দোকানপাটসহ বিভিন্ন রকমের স্থাপনা। কেউবা আবার ফসলি জমি জলাধারে রূপান্তরিত করে মাছ চাষ করছেন। অবাধে ড্রেজারের পাইপ দিয়ে বালু ভরাট করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিলাশপুর ইউনিয়ন থেকে মাহমুদপুর ইউনিয়নজুড়ে রয়েছে বেশ কয়েকটি ড্রেজার পাইপ। পদ্মার পাশে ড্রেজার বসিয়ে পাইপ দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে কৃষিজমি ভরাট করছে ড্রেজার ব্যবসায়ীরা। অনেক কৃষিজমি রূপান্তরিত হয়েছে পুকুর-দিঘিতে। ফসলের বিপরীতে সে জমিতে এখন হচ্ছে মাছ চাষ। কয়েক দিন আগে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি কয়েকটি পাইপ ভেঙে দিলেও আবার তাদের মতো ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে নিয়ে ড্রেজার দিয়ে কেটে বিক্রি করছেন। এসব মাটি দিয়ে রাস্তার ধারের জমি ভরাট করে কেউ নির্মাণ করছেন বসতবাড়ি, কেউবা করছেন হাউজিং প্রকল্প।
মাহমুদপুর ইউনিয়নের লটাখোলা ও লটাখোলা চাঁন্দের বিল ব্রিজ এলাকা থেকে শুরু করে ১ ও ২ নম্বর ওয়ার্ড, মাহমুদপুর, চরপুলিয়া, হরিচণ্ডী হাযানবাড়ি মোড়, হরিচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় কয়েক একর জমি ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে। এ ছাড়া ওই ইউনিয়নের আরও বেশ কয়েক গ্রামে এখনো চলছে ফসলি জমি ভরাটের মহোৎসব। এসব ফসলি জমি ভরাটের জন্য অল্প দামে মাটি দেওয়ার কথা বলে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছেন ড্রেজার ব্যবসায়ীরা। এভাবেই দিন দিন কৃষিজমি কমে অকৃষি খাতে রূপান্তরিত হচ্ছে।
একজন কৃষিজমির মালিক রেহেনুমা বলেন, ‘আমার স্বামী বিদেশে থাকে। বাড়িতে পুরুষ লোক নেই। আল আমিন চোকদারসহ আরও কয়েকজন আমার কৃষিজমি কেটে মাটি বিক্রি করছে। এ বিষয়ে দোহার উপজেলা প্রশাসনকে জানালে কিছুদিন তারা মাটি কাটা বন্ধ রাখে। পরে পুনরায় আবার মাটি কাটা শুরু করে। আমি প্রশাসনের কাছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি।’
ড্রেজার ব্যবসায়ী আওলাদ হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার কাছে সব কাগজপত্র আছে।’ প্রশাসনের কাছ থেকে অনুমতির বিষয় জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা ব্যবস্থা নেব এবং রাস্তার ওপরের পাইপ অপসারণ করব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪