অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন এলেই সামনে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় রাস্তায় বাজতে শোনা গেছে কবির লেখা গানগুলো। আগামীকাল বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আজ আরটিভি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে কবির লেখা বিখ্যাত গান ‘কাণ্ডারী হুঁশিয়ার’।
কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ-বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার মধ্যে কাণ্ডারী হুঁশিয়ার (দুর্গম গিরি কান্তার-মরু) গানটি আছে ওপরের দিকে। গানটি নতুন করে গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের সুরে গানটিতে নতুন করে মিউজিক করেছেন সৈয়দ সুজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা।
পান্থ কানাই বলেন, ‘কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি করার পরিকল্পনা করেন হীরা ভাই। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আমাদের সবার কাছে এই গান খুব প্রাসঙ্গিক মনে হলো। নজরুল ইসলামের গান সব সময় আন্দোলনের জন্য প্রাসঙ্গিক। ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ কাণ্ডারী হুঁশিয়ার শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। নতুন সংগীতায়োজনে ভালো হয়েছে গানটি। কোক স্টুডিওর পর আবার অনিমেষ আর আমি একসঙ্গে গাইলাম। সুজনও খুব ভালো গেয়েছে এবং দারুণ মিউজিক করেছে।’
গানটির শুটিং হয়েছে আরটিভির তেজগাঁও স্টুডিওতে। গানটির নির্মাণ সম্পর্কে নুর হোসেন হীরা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, তা দেখেই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদের উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে, এসবই গানটি নতুন করে নির্মাণে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন।’
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন এলেই সামনে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় রাস্তায় বাজতে শোনা গেছে কবির লেখা গানগুলো। আগামীকাল বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আজ আরটিভি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে কবির লেখা বিখ্যাত গান ‘কাণ্ডারী হুঁশিয়ার’।
কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ-বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার মধ্যে কাণ্ডারী হুঁশিয়ার (দুর্গম গিরি কান্তার-মরু) গানটি আছে ওপরের দিকে। গানটি নতুন করে গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের সুরে গানটিতে নতুন করে মিউজিক করেছেন সৈয়দ সুজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা।
পান্থ কানাই বলেন, ‘কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি করার পরিকল্পনা করেন হীরা ভাই। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আমাদের সবার কাছে এই গান খুব প্রাসঙ্গিক মনে হলো। নজরুল ইসলামের গান সব সময় আন্দোলনের জন্য প্রাসঙ্গিক। ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ কাণ্ডারী হুঁশিয়ার শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। নতুন সংগীতায়োজনে ভালো হয়েছে গানটি। কোক স্টুডিওর পর আবার অনিমেষ আর আমি একসঙ্গে গাইলাম। সুজনও খুব ভালো গেয়েছে এবং দারুণ মিউজিক করেছে।’
গানটির শুটিং হয়েছে আরটিভির তেজগাঁও স্টুডিওতে। গানটির নির্মাণ সম্পর্কে নুর হোসেন হীরা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, তা দেখেই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদের উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে, এসবই গানটি নতুন করে নির্মাণে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫