Ajker Patrika

তিন শিল্পী গাইলেন নজরুলের গান

তিন শিল্পী গাইলেন নজরুলের গান

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন এলেই সামনে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় রাস্তায় বাজতে শোনা গেছে কবির লেখা গানগুলো। আগামীকাল বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আজ আরটিভি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে কবির লেখা বিখ্যাত গান ‘কাণ্ডারী হুঁশিয়ার’।

কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ-বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার মধ্যে কাণ্ডারী হুঁশিয়ার (দুর্গম গিরি কান্তার-মরু) গানটি আছে ওপরের দিকে। গানটি নতুন করে গেয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের সুরে গানটিতে নতুন করে মিউজিক করেছেন সৈয়দ সুজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। 

পান্থ কানাই বলেন, ‘কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি করার পরিকল্পনা করেন হীরা ভাই। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আমাদের সবার কাছে এই গান খুব প্রাসঙ্গিক মনে হলো। নজরুল ইসলামের গান সব সময় আন্দোলনের জন্য প্রাসঙ্গিক। ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ কাণ্ডারী হুঁশিয়ার শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। নতুন সংগীতায়োজনে ভালো হয়েছে গানটি। কোক স্টুডিওর পর আবার অনিমেষ আর আমি একসঙ্গে গাইলাম। সুজনও খুব ভালো গেয়েছে এবং দারুণ মিউজিক করেছে।’

গানটির শুটিং হয়েছে আরটিভির তেজগাঁও স্টুডিওতে। গানটির নির্মাণ সম্পর্কে নুর হোসেন হীরা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, তা দেখেই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদের উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে, এসবই গানটি নতুন করে নির্মাণে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত