Ajker Patrika

ভ্যাপসা গরমে তাড়াশে বাড়ছে ডায়রিয়া রোগী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৫: ৪৭
Thumbnail image

বৈরী আবহাওয়া আর ভ্যাপসা গরম। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সিরাজগঞ্জের তাড়াশে ডায়রিয়ার প্রকোপ। ১৫ দিনে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, বয়স্ক ব্যক্তিসহ ৬৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি বহির্বিভাগে দেড় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক জানান, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ, স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত) স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮ থেকে ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে।

এ ছাড়া গরমের তীব্রতা বাড়ার সঙ্গে ১ থেকে ১৫ মে দুপুর পর্যন্ত ১৫ দিনে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী অন্তর্বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের অধিকাংশই শিশু। আবার একই সময়ে জরুরি ও বহির্বিভাগে বিভাগে আরও ১৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের সোনাপাতিল গ্রামের আসলাম হোসেনের মেয়ে হুমায়রা খাতুনকে (৩ মাস) শনিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আসলাম বলেন, ‘চিকিৎসা নেওয়ার পর এখন আমার মেয়ে অনেকটাই সুস্থ।’

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘মূলত গরমে কখনো কখনো ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। আর এবারও গরমের তীব্রতা বাড়ার সঙ্গে এলাকায় ডায়রিয়া একটু বেড়েছে। এতে ভয়ের কিছু নেই। কারণ, আমাদের এখানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।’

মনোয়ার হোসেন আরও বলেন, এমনিতেই বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিলে তিন-চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ছাড়া গরমের এ সময়ে তিনি প্রতিটি পরিবারের সদস্যদের শিশু ও বয়স্কদের প্রতি বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত