Ajker Patrika

যুক্তরাষ্ট্রে তারার হাট

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৫৩
যুক্তরাষ্ট্রে তারার হাট

প্রতিবছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে বসছে তারার হাট। আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হবে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এরই মধ্যে আয়োজকেরা গুছিয়ে আনছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে উড়াল দিচ্ছেন একঝাঁক তারকা।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী ও শাকিব খান। সেখান থেকেই ৪ ডিসেম্বর অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। চিত্রনায়িকা শবনম বুবলীও যোগ দেবেন একই অনুষ্ঠানে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের চলচ্চিত্রের গানে পারফর্ম করবেন বুবলী। তবে শাকিব-বুবলীকে একসঙ্গে মঞ্চে পাওয়া যাবে কি না, তা জানা যায়নি। সপ্তাহখানেক যুক্তরাষ্ট্রে কাটিয়ে ঢাকায় ফিরবেন অভিনেত্রী। একই সময় শাকিবেরও দেশে ফেরার কথা রয়েছে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও নিশ্চিত করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।

তাঁরা ছাড়াও দেশের ২৫ জনের মতো তারকা ওই অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গুছিয়ে এনেছি। এটা হতে যাচ্ছে নিউইয়র্কে ঢালিউডের মহাসমাবেশ।’

জানা গেছে, অভিনেতা চঞ্চল চৌধুরী, ববি হক, বাপ্পী চৌধুরী, শিরিন শিলা, আমান রেজা, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ অনেক শিল্পী যোগ দেবেন ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত