Ajker Patrika

মজুরি বাড়ানোর দাবি হোটেল শ্রমিকদের

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১৩
মজুরি বাড়ানোর দাবি হোটেল শ্রমিকদের

বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে হোটেল শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল ও সমাবেশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর তালতলায় জেলা কার্যালয় সামনের থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের জেলা সহসভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি নং সিলেট-০০৭) সাধারণ সম্পাদক কামাল আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত