Ajker Patrika

দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: আমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ১২
দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: আমান

দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গুলিস্তানের নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমান এসব কথা বলেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ডাকসুর সাবেক ভিপি আমান বলেন, ‘দেশে এখন একদলীয় শাসনব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সরকার জনগণের ওপর চেপে বসেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে।’ নূর হোসেনের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র এখন অবরুদ্ধ এবং মানবাধিকার ভূলুণ্ঠিত বলেও এ সময় মন্তব্য করেন আমান। বিএনপির এই নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হলে নির্বাচন প্রতিহত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত