Ajker Patrika

সিইসি নূরুল হুদার বিচার করবেন নূররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ১৪
সিইসি নূরুল হুদার বিচার করবেন নূররা

নির্বাচন কমিশন সরকারের তাঁবেদারি করে বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘এই দেশ যদি স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায়, তাহলে অবশ্যই আমরা প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিচার করব।’

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন নূর। ‘দাম কমাও মানুষ বাঁচাও’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।

ডাকসুর সাবেক ভিপি নূর সরকারকে উদ্দেশ করে বলেন, ‘যদি এদেশের সাধারণ মানুষের প্রতি আপনাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন। কারণ এদেশের সব শ্রেণি-পেশার সচেতন মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক।’

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মানুষের মনে আগুন আর সরকারের মনে ফাগুন। মানুষ খেতে পারে না, আর সরকার নির্বাচনের নাম করে সারা দেশে সংঘাত ছড়াচ্ছে।’

সভাপতির বক্তব্যে রেজা কিবরিয়া বলেন, ‘এই দেশ রাজনৈতিকভাবে মুক্তি পেলেও সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পায়নি। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য গণ-অধিকার পরিষদের নেতৃত্বে আরেকটা যুদ্ধ করতে হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. আরেফ বিল্লাহ, গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, সোহরাব হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত