Ajker Patrika

আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিফা

আন্তর্জাতিক প্রতিযোগিতায়  তিফা

আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২২’-এর দশম আসর। চূড়ান্ত পর্বে অংশ নেবেন ৬০টি দেশের প্রতিযোগী। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাওহিদা তাসনিম তিফা। তিনি  এবার ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২২’ নির্বাচিত হন। এ ছাড়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ প্রতিযোগিতায় পঞ্চম স্থান এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এ সেরা দশে ছিলেন। এরপর নির্বাচিত হন আনফরগেটেবল বিউটি অব বাংলাদেশ ২০২২ এবং আরও ৬৪টি দেশের সঙ্গে অংশ নেন ওয়ার্ল্ডস আনফরগেটেবল বিউটি ২০২২ নামের একটি ফটো প্রতিযোগিতায়। এতে মিস স্পিরিট উপাধি পান তিফা।

আগামী ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রভিন্সের বোগর রিজেন্সিতে সেন্টুল আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২২’ প্রতিযোগিতা। এ আসরে অংশ নিতে ৩ অক্টোবর দেশ ছাড়বেন তিফা।

তিফা জানান, বিউটি প্যাজেন্টে অংশ গ্রহণের মধ্য দিয়ে তিনি পরিচিতি পাচ্ছেন এবং সেবামূলক কাজের অনুপ্রাণীত হচ্ছেন। তিনি ভবিষ্যতে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চান। চলতি বছরের শুরুতে গাজীপুরে ‘প্রজেক্ট নুরজাহান’ নামের একটি শিশু পুষ্টিবিষয়ক সেবামূলক কাজে নেতৃত্ব দেন তিফা। এ ছাড়া নিয়মিত কাজ করছেন গাজীপুর রেলওয়ে এলাকার শিশুদের নিয়ে।

তিফা বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে নিজের সেরাটা উপস্থাপন করতে চাই। দুঃখের বিষয়, বাংলাদেশে এখনো অনেকের ধারণা, সুন্দরী প্রতিযোগিতা মানেই মিডিয়াতে কাজ করা। একটা ইন্টারন্যাশনাল টাইটেল জিতে সেই পরিচিতি ব্যবহার করে মেয়েরা যে রাজনীতিবিদ, বিজনেস ওমেন, ফিলানথ্রপিস্ট, ডিপ্লোম্যাট হচ্ছেন; সে খবর অনেকেই রাখি না।’

কিছুটা আফসোস নিয়ে তিফা বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও আমরা স্পন্সর পাই না। ভারত, ফিলিপাইন, সাউথ আফ্রিকার মতো দেশে বড় বড় ডিজাইনার বিউটি প্যাজেন্টের মাধ্যমে তাঁদের দেশীয় পণ্য বিশ্বমঞ্চে তুলে ধরেন। অথচ দুঃখের বিষয়, আমরা এখনো এসব নিয়ে ভাবি না। হাসি-তামাশা আর ট্রল করেই উড়িয়ে দিই! আমার বিশ্বাস, একদিন এই অবস্থার উন্নতি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত