Ajker Patrika

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ২০
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত নতুন করে ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজধানীতে ৮২ জন এবং ঢাকার বাইরে ২৪ জন। চলতি মাসের ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৪৭ জন। এ সময়ে মারা গেছে ৫ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ৬২৬ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫১৩ জন। দেশের অন্যান্য জায়গায় ভর্তি আছে ১১৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু রোগী আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২৪ হাজার ৯০২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত