Ajker Patrika

দিবসেও ক্রেতা নেই ফুলের দোকানে, বিপাকে ব্যবসায়ী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দিবসেও ক্রেতা নেই ফুলের  দোকানে, বিপাকে ব্যবসায়ী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজয় দিবসেও ফুলের দোকানে তেমন বেচাকেনা হয়নি। গত দুই বছর করোনাকালীন মন্দার পর এবার বিজয় দিবসে অধিক লাভবান হওয়ার আশা করেছিলেন ফুল ব্যবসায়ীরা। তবে এবারও ক্রেতাদের তেমন কোনো ভিড় দেখা যায়নি দোকানগুলোতে।

গতকাল শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফুলের দোকানে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবসসহ বিভিন্ন উৎসবে জমে ওঠে সিদ্ধিরগঞ্জের ফুলের বাজার। তবে দেশে করোনার প্রভাবে দুই বছর ধরে অনেকটা মন্দাভাব চলছিল ফুলের ব্যবসায়।

সরেজমিনে দেখা গেছে, বিগত সময়ে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে গোলাপ, জারবেরা, গাঁদা, লহর, কাঠবেলি, রজনীগন্ধাসহ নানা ধরনের ফুলে দোকান ভরেছেন। তবে মহান বিজয় দিবসেও ক্রেতাশূন্য অবস্থায় অলসতায় সময় পার করছেন ফুল বিক্রেতারা।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন রকমের গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ৫০ টাকা দরে। গাঁদা ফুলের মূল্য ৪০ থেকে ৬০ টাকা, কাঠবেলির ৫০ থেকে ৭০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা ও জারবেরা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন তাঁরা। এবার ভালো বিক্রির আশায় অধিক ফুল এনে বিপাকে পড়েছেন তাঁরা।

চিটাগাং রোড মিনার মসজিদসংলগ্ন কাশফুল ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক মো. শাহীন বলেন, ‘আমাদের ফুলের বাজার মূলত উৎসবগুলোতে ভালো থাকে। এমনিতে স্বাভাবিক দিনগুলোতে অল্প বেচাকেনা থাকলেও, বিভিন্ন দিবসে বিক্রি বেড়ে যায়। গত দুই বছর বিজয় দিবসে তেমন বেচাকেনার মুখ দেখিনি আমরা।’

শাহীন আরও বলেন, ‘এবার বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে কিছুসংখ্যক কাস্টমার দেখা গেলেও, সকালে ক্রেতা না থাকায় অলস সময় পার করছি। বিক্রির জন্য বেশি ফুল আনলেও আশানুরূপ বেচাকেনা নাই।’

ফুল ক্রয় করতে আশা জিতু আহমেদ বলেন, ‘আমরা রাজনীতি করি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল কিনতে এলাম।’

ফুলের দোকানি রহমান আলী বলেন, ‘দিন দিন আমাদের ফুলের ব্যবসায় চাহিদা কমে যাচ্ছে। বিজয় দিবসে ফুলের চাহিদা বাড়ার আশায় তুলনামূলক বেশি ফুল এনেছি এবার। কিন্তু গত দুই বছরের মতো এবারও হতাশ আমরা। এই দিবস ঘিরে অন্যান্য ফুলের তুলনায় গোলাপ ও রজনীগন্ধার চাহিদা থাকে অনেক, এবার তার ছিটেফোঁটাও নেই।

রাতে কিছু কাস্টমার থাকলেও দিনে একেবারে ফাঁকা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত