Ajker Patrika

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

সম্পাদকীয়
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন কবি ও রাজনীতিবিদ। আধুনিক চিন্তা-চেতনায় অগ্রসর করার জন্য মুসলিমদের মধ্যে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রচলন, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীশিক্ষা আন্দোলন, কৃষক প্রজার দুর্দশামোচন ইত্যাদি বহুমুখী কর্মকাণ্ডে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম ১৮৮০ সালের ১৩ জুলাই বর্তমান সিরাজগঞ্জের বাণীকুঞ্জে। তাঁর পরিবার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না। তাই মেধাবী হওয়া সত্ত্বেও প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর এগোতে পারেননি। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তিনি ফারসি, সংস্কৃত ব্যাকরণ ও সাহিত্য ছাড়াও বেদ, উপনিষদ প্রভৃতি বিষয়ে অধ্যয়ন করেন।

তাঁর প্রথম রচনা ‘অনল-প্রবাহ’ কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে এবং উপমহাদেশের প্রথম কবি হিসেবে তিনি কারাবন্দী হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর।
সিরাজী লেখালেখি এবং সভা-সমিতিতে বক্তৃতা করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর লেখা ও বক্তৃতার প্রধান বিষয়বস্তু ছিল—বাংলার অনগ্রসর মুসলিম সমাজকে জাগিয়ে তোলা। বাগ্মী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। মুসলমানদের স্বার্থের পক্ষে কথা বললেও তিনি সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মনে করতেন, সম্পদের সুষম বণ্টনের মধ্যেই হিন্দু-মুসলমানের সৌহার্দ্য নির্ভর করবে।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, আঞ্জুমান-ই-উলামা-ই-বাঙ্গালা, জামিয়াত-ই-উলামা-ই-হিন্দ, স্বরাজ পার্টি ও কৃষক সমিতিতে তিনি সক্রিয় ছিলেন। শিবলী নোমানী ও মুহম্মদ ইকবালের প্রভাব প্রতিফলিত হয়েছিল সিরাজীর ওপর। তাঁদের মতো তিনিও অনুভব করেছিলেন, ধর্মীয় ও সেক্যুলার চিন্তার মধ্যে সমন্বয় সাধন করে একদিকে যেমন ভারতীয় মুসলমান সম্প্রদায়কে জাগিয়ে তোলা সম্ভব, অন্যদিকে তেমনি সম্ভব হিন্দু-মুসলিম সম্পর্কের উন্নয়ন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর এসব কর্মতৎপরতায় ব্রিটিশ সরকার এতটা ভীত হয়েছিল যে তাঁর সভায় ৮২ বার জারি করা হয়েছিল ১৪৪ ধারা।

১৯৩১ সালের ১৭ জুলাই মাত্র ৫১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত