Ajker Patrika

নির্বাচন থেকে সরে দাঁড়ানো আ.লীগ নেতাকে অব্যাহতি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০: ১১
নির্বাচন থেকে সরে দাঁড়ানো  আ.লীগ নেতাকে অব্যাহতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েও সরে যাওয়া মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নির্বাচনে সরে যাওয়ায় একই ওয়ার্ডে বিএনপিপন্থী কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে জয়ের পথ সুগম করে দেওয়ার অভিযোগে উঠেছে তাঁর বিরুদ্ধে।

গত বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় অব্যাহতির এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে।

দলের একটি সূত্র জানায়, নাসিক নির্বাচনে কাউন্সিলর পদে খোরশেদকে সমর্থন দেওয়ার অভিযোগে রবিউল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়ে। এর আগে রবিউল ২৭ ডিসেম্বর তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংসদ নির্বাচন: মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা

নতুন যুগের ১০টি সম্ভাবনাময় পেশা

জাকির নায়েক বিতর্কে ভারতের প্রতিক্রিয়ার যে জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

আজকের রাশিফল: প্রাক্তনের ফেসবুক প্রোফাইল ঘাঁটবেন না, মুরাদ টাকলার সঙ্গে দেখা হবে

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য তথ্য প্রচারের অভিযোগ বিএনপির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ