Ajker Patrika

শেন ওয়ার্নের চলে যাওয়ার এক বছর

শেন ওয়ার্নের চলে যাওয়ার এক বছর

গত বছর ছিল ক্রিকেট বিশ্বের জন্য অত্যন্ত শোকের। বিশেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য। মাত্র তিন মাসের ব্যবধানে তিন কিংবদন্তিকে হারায় তারা। গত বছর ৪ মার্চ সাবেক উইকেটরক্ষক রড মার্শের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ তাঁর বিদায়ের এক বছর।

থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু শোকের চাদরে ঢেকে ফেলেছিল ক্রিকেট বিশ্বকে। হবেই না বা কেন! এমন বর্ণিল ও ক্রিকেটার যে খুব কম এসেছেন পৃথিবীতে।

ওয়ার্নের হাত থেকেই বেরিয়েছিল শতাব্দীর সেরা বলটি। তর্কাতীতভাবে সর্বকালের সেরা লেগ স্পিনার তিনি। মাঠে হোক বা বাইরে, বিতর্ক কখনো তাঁর পিছু ছাড়েনি। মৃত্যুর পরও এখনো ক্রিকেটপ্রেমীরা ভোলেননি ওয়ার্নকে। মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন পপ তারকা এড শিরান। এই জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এখন আছেন অস্ট্রেলিয়া সফরে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়ার্নের প্রিয় ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রেকর্ড ১ লাখ ৭ হাজার দর্শকের সামনে গেয়েছেন তিনি। সেখানে তিনি সম্মান ও শ্রদ্ধা জানান ওয়ার্নকে। মঞ্চে ওঠার আগে সাক্ষাৎ করেন অজি কিংবদন্তির তিন সন্তান ব্রুক, সামার ও জ্যাকসনের সঙ্গে। ওয়ার্নকে উৎসর্গ করে গানও করেন শিরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত