Ajker Patrika

ছাত্র নিহতের ঘটনায় ট্রাকসহ চালক আটক

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
ছাত্র নিহতের ঘটনায় ট্রাকসহ চালক আটক

নোয়াখালী পৌর শহর সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় ট্রাকসহ চালক মো. মামুন আলীকে (৫০) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অজয়কে চাপা দিয়ে ট্রাক নিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকা থেকে মামুন আলীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

আটক মামুন আলী চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকার রিপলো ড্রাইভার বাড়ির জাবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরে সোনাপুর বাজারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয়কে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাড়িসহ তাঁকে আটক করতে অভিযানে নামে পুলিশ। রাতে তাঁর গাড়ি (চুয়াডাঙ্গা-ট ১১-০৮৪৪) শনাক্ত করে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দেওয়া প্রশাসনের ২৪ ঘণ্টার আশ্বাসের মধ্যে তাঁকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সিএনজিচালিত অটোরিকাযোগে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন অজয়। হঠাৎ ট্রাক সামনে পড়লে অটোরিকশা থেকে ছিটকে পড়েন অজয়। পরে ট্রাকচাপায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত